জুয়োতে মারামারি। সংঘর্ষে জড়িয়ে পড়ার পরে বিজেপি নেতা (BJP) মার খেয়ে হাসপাতালে ভর্তি। আহত বিজেপি নেতার নাম জিতু হাজারিকা।
Advertisements
অসমে শিবসাগরে বিজেপির এসসি মোর্চার সেক্রেটারিকে নিয়ে বিতর্তে সে রাজ্যের শাসক দল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জুয়ার আসর চলাকালীন উত্তপ্ত তর্কের পরে একটি ঝগড়া শুরু হয় যাতে হাজারিকা আহত হন।
Advertisements
বিজেপি নেতা হাজারিকাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে।