জানেন তীব্র গরমে আপনার ফোন হয়ে যেতে পারে বিকল! কী করবেন?

তীব্র দাবদাহের গরমে পুড়ছে বাংলা। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় গুমোট এবং অস্বস্তিতে নাজেহাল রাজ্যবাসী। পূর্বাভাস থাকলেও এখনও অবদ্ধি বৃষ্টির কোনও দেখা নেই। অনেকেই হয়ত…

JioMart smartphones

তীব্র দাবদাহের গরমে পুড়ছে বাংলা। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় গুমোট এবং অস্বস্তিতে নাজেহাল রাজ্যবাসী। পূর্বাভাস থাকলেও এখনও অবদ্ধি বৃষ্টির কোনও দেখা নেই। অনেকেই হয়ত জানেন না যে তীব্র তাপের প্রভাব বিভিন্ন ধরনের মেশিনের ওপরেও পড়ে।

ঠিক তেমনই স্মার্টফোন আমাদের সঙ্গে সবসময়ই থাকে। তীব্র গরমের ফলে ফোনের ভিতরের উপাদানগুলি বেশি প্রভাবিত হতে পারে। এর ফলে ফোনের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন ফোনের গতি কমে যেতে পারে। এরম অবস্থ্যায় গ্রীষ্মের মরশুমে নিজেদের ফোনকে বাঁচাতে কী কী করবেন? রইল ৫ টি সহজ টিপস-

১। গরমে ফোন সবসময় পকেটে রাখবেন না।
২। বেশি মাত্রায় ফোন ব্যবহার করবেন না। ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।
৩। গাড়িতে ফোন ভুলেও রাখবেন না। গাড়িতে ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়।
৪। সরাসরি সূর্যের আলোতে ফোন চার্জ করবেন না।
৫। বালিশের ভিতরে ফোন রেখে চার্জ করবেন না ভুলেও