অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের চাপে পরীক্ষা বন্ধ হয়েছে। পরীক্ষা পিছিয়ে গেছে রামানন্দ কলেজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা পুলিশের থাকার ব্যবস্থা করা হয়েছে সেই কলেজে।
আজ বাঁকুড়া থেকে ফের নবজোয়ার কর্মসূচি চালু করলেন অভিষেক। বাঁকুড়া এলাকায় আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা।
প্রসঙ্গত, নোটিশ দিয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ২২ ও ২৩ মে তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে কলেজেই পুলিশের থাকার ব্যবস্থা হয়েছে। পুলিশের কবলে রামানন্দ কলেজ। আজ ও আগামীকালের পরীক্ষা পিছিয়ে গেছে। এ বিষয়ে রাগে ফুঁসছেন অভিভাবকরা।
এক অভিভাবক বলেন, “কেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা জানি। গরমের ছুটি চলছে স্কুলগুলি বন্ধ, যেতে পারত।ওনার নবজোয়ার না ক্ষতির জোয়ার আসছে। ভিড় বাড়াতে হবে উনি আসছেন পরীক্ষা বন্ধ করে এদের সকলকে নিয়ে ভিড় বাড়ানো হবে। ” তবে এখানেই কেন প্রশাসনকে রাখার ব্যবস্থা করা হল এই নিয়ে উঠছে প্রশ্ন।
এর আগে কলেজের প্রিন্সিপালকে নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলে কেক কেটে খাওয়ানো হয়েছিল।
সেখানে উপস্থিত এক ব্যক্তির কথায়, “ডাকাত বিষ্ণুপুরের মাটি কলুষিত করতে আসছে। তিনি দু হাজার পুলিশ ছাড়া রাস্তায় নামেন না। সাধারণ মানুষের ভয়েই অভিষেক একা আসেন না। কলেজের তৃণমূল নেত্রী প্রিন্সিপালকে তাদের অতিথি অ্যাপায়ণের জন্য দায়িত্ব নিয়েছে।”
প্রিন্সিপাল জানান, পুলিশের থাকার ব্যবস্থার জন্যই পরীক্ষা পিছিয়েছে। সব টিচারদের নিয়ে বৈঠক করে পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করা হবে। আজকালের মধ্যেই নতুন নোটিশ দেওয়া হবে। পরশু দিনের পরীক্ষা নির্দিষ্ট সময় মেনেই হবে।