গতকাল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামে লখনউ সুপার জায়ান্টস। মূলত, মোহনবাগানের ঐতিহ্য ও আইএসএল জয় কে সম্মান জানিয়ে এমন পরিকল্পনা নিয়েছিল লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেইমতো সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও মোহনবাগান (ATK Mohun Bagan) সমর্থকরা তাদের জার্সি পড়ে মাঠে ঢোকার চেষ্টা করতেই দেখা দেয় বিপত্তি। সেই নিয়েই আজ, রবিবার মোহনবাগান ক্লাবের তরফ থেকে জারি করা হয় বিশেষ বিবৃতি।
এক্ষেত্রে লখনউ খেলোয়াড়রা সবুজ-মেরুন জার্সি পড়ার ফলে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তাই অভিযোগ উঠতে শুরু করল যে লখনউ সবুজ-মেরুন জার্সি পরে খেলতে পারলে বাগান সমর্থকরা কেন সেই জার্সি পড়ে মাঠে আসতে পারবেন না? যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাগান সচিব দেবাশীষ দত্ত।
এক্ষেত্রে কলকাতার এই প্রধানের তরফ থেকে জানানো হয় যে সমর্থকদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে কেকেআর ম্যানেজমেন্ট। সেইসাথে বাগান সমর্থকদের আবেগে ও আঘাত করা হয়েছে। এক্ষেত্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে বাগান সচিব বলেন, গত ১৯৯০ সাল থেকে বিশ্বকাপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পড়ে খেলা দেখতে গিয়েছি। তবে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট যা করেছে, তাতে ক্লাবের সম্মানহানি হয়েছে।
Press Release.#MohunBagan #Mariners #MBAC #MohunBaganAthleticClub #JoyMohunBagan #PressRelease #Press pic.twitter.com/iQfbfH5T3P
— Mohun Bagan (@Mohun_Bagan) May 21, 2023
যারফলে, কেকেআর ম্যানেজমেন্টের উপর ক্ষোভে ফুঁসছে বাগান সমর্থকরা। তবে সবুজ-মেরুন পোশাক পড়ে গেলেই যে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয় তেমনটা একেবারেই নয়। এক্ষেত্রে সবুজ-মেরুন পোশাকের উপর মোহনবাগানের লোগো থাকলে মাঠে ঢুকতে বাধা দেওয়া হতে থাকে। এক্ষেত্রে মোহনবাগানের একটি ফ্যান ক্লাব সঞ্জীব গোয়েঙ্কা কে ধন্যবাদ জানিয়ে মিছিল করে ইডেন ঢোকার চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় মোহনবাগানের পতাকা ও স্কার্ফ নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না তারা। শেষ পর্যন্ত পতাকা ও স্কার্ফ বাইরে রেখেই মাঠে ঢুকতে হয় সমর্থকদের।