গত আইএসএলের ব্যর্থতা ঠেলে নতুন মরশুমের জন্য তৈরী শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলের নব নিযুক্ত কোচ কার্লোস কুয়াদ্রাতের পছন্দমতো সাজানো হচ্ছে গোটা দলকে।
সব ঠিকঠাক থাকলে এই চলতি মে মাসের শেষেই হয়ত শহরে আসবেন স্প্যানিশ কোচ। তারপর দলের সমস্ত খেলোয়াড়দের একজোট করে সাধারণ অনুশীলন করিয়ে প্রি সিজনের প্রস্তুতি নেবে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে বিদেশে প্রি সিজেন করার কথা থাকলেও ক্লাব সূত্রে খবর দেশের মাটিতেই নাকি সম্পন্ন হতে পারে সেই পরিকল্পনা। এই নিয়েই এবার মুখ খুললেন লাল-হলুদ কর্তা দেবব্রত মুখোপাধ্যায়।
তিনি বলেন, বিদেশের মাটিতে প্রি সিজেন করার তেমন কোন পরিকল্পনা কোচের নেই। বরং ভারতে এসে দেশের মাটিতেই শিবির করার পরিকল্পনা রয়েছে। তবে ঠিক কোথায় শিবির করা হবে, সেই নিয়ে এখনো পর্যন্ত তেমন কিছু ঠিক হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। পাশাপাশি লাল-হলুদের দল গঠনের বিষয় নিয়ে ও এবার বিশেষ বার্তা দেন এই কর্তা। তার কথায়, লাল-হলুদের সঙ্গে বহু ফুটবলারদের কথাবার্তা চলছে। এবং অনেকের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে কারা আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলে আসছেন তা আগামী কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।
বলাবাহুল্য, গত মরশুমের শেষের দিক থেকেই কোচ নির্বাচন থেকে শুরু করে দল গঠনের কাজে হাত দেয় ইমামি ম্যানেজমেন্ট। সেইমতো গত এপ্রিলের শেষে কুয়াদ্রাতের নাম ঘোষণা করার পর থেকেই একাধিক ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করে লাল-হলুদ শিবির। ক্লাব কর্তার বক্তব্য অনুযায়ী, আগামী কয়েকদিন পর সাংবাদিক বৈঠক করে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ক্লাবের তরফ থেকে।
তবে গত বছরের তুলনায় এবার দলের লগ্নিকারী সংস্থার তরফে বাজেট বাড়ানো হলেও তা যে বিপুল পরিমাণে বাড়ানো সম্ভব নয় তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়। যারফলে, একাধিক ফুটবলারদের চূড়ান্ত করতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দেয় ইস্টবেঙ্গলের। তবে সেই সমস্যার মধ্যেই নাকি সিভেরিও, বোরহা ও ভান্সপালের মতো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে লাল-হলুদ। শেষ পর্যন্ত কারা আসে এই দলে, এখন সেটাই দেখার।