Purba Medinipur: বিজেপির মিছিলে বোমা হামলার অভিযোগ, চলল গুলি

এগরা বিস্ফোরণের জের ধরে এবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুর গরম। বিজেপির মিছিলে হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। অভিযোগ বোমা হামলা করেছে তৃণমূল। চলেছে গুলি। যদিও অভিযোগ উড়িয়ে দেয় শাসকদল।

Bomb Attack Alleged, Firing Persists at BJP Rally in Purba Medinipur

short-samachar

এগরা বিস্ফোরণের জের ধরে এবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুর গরম। বিজেপির মিছিলে হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। অভিযোগ বোমা হামলা করেছে তৃণমূল। চলেছে গুলি। যদিও অভিযোগ উড়িয়ে দেয় শাসকদল।

   

বিজেপির অভিযোগ,তাদের এক নেতা গুলিবিদ্ধ। গুলি কে চালাল তা নিয়ে তীব্র বিতর্ক। এদিকে জানা যাচ্ছে স্থানীয় বিধায়ককে রক্ষা করতে রক্ষীরাও গুলি চালায়। তীব্র উত্তেজনা ভগবানপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিস বাহিনী। আহত একাধিক।

এদিকে এগরায় বিস্ফোরণের ঘটনার সাথে যুক্ত মূল অভিযুক্ত ভানু বাগে সহ সহ ৩ জনকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের পর থেকে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলছে।

বিস্ফোরণের রেশ ধরে বৃহস্পতিবার বিজেপির মিছিল চলছিল। অভিযোগ সেই মিছিলে পরপর বোমাবাজি হয়েছে।