কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) মন্ত্রিত্ব বদল হল। তার জায়গায় অর্জুন রাম মেঘওয়ালকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রিজিজুকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্জুন রাম মেঘওয়ালকে আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) করা হয়েছে। মোদির মন্ত্রিসভায় এটি একটি বড় রদবদল।
জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরেই কিরেন রিজিজু ও সুপ্রিম কোর্ট কলেজিয়াম নিয়ে উত্তেজনা চলছিল। দুজনের মধ্যে বাকবিতণ্ডাও হয়। আইনমন্ত্রীর এই আচরণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টও।
কিরেন রিজিজু বারবার বলেছিলেন যে কলেজিয়ামের মাধ্যমে বিচারক নির্বাচন করা উচিত নয়। যদিও সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছিল, বিচারক নিয়োগের জন্য এর থেকে ভালো উপায় আর হতে পারে না। সুপ্রিম কোর্টও তখন বলেছিল যে অনেক দেশে একই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।
প্রথমবার সৌরভ কৃপালের ঘটনা সামনে এলে দুজনের মধ্যে উত্তেজনা প্রকাশ্যে আসে। সৌরভ কৃপালকে দিল্লি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। কিন্তু আইন মন্ত্রণালয় তার ফাইল অনুমোদন করেনি।