দিলীপ ঘোষের ঘরে কুড়মিদের হামলা, নবান্নে বৈঠক ডাকলেন মমতা

কুড়মি জট কাটাতে এবার নবান্নে কুর্মি নেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকবেন জঙ্গলমহলের কয়েকজন নেতাও। নবান্ন সূত্রে খবর,…

Awas: Applicant Calls Chief Minister Directly, Secures Residence

কুড়মি জট কাটাতে এবার নবান্নে কুর্মি নেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকবেন জঙ্গলমহলের কয়েকজন নেতাও। নবান্ন সূত্রে খবর, কুড়মি সমাজের দাবি দাওয়া নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।।

   

অন্যদিকে, দিলীপ ঘোষের বাংলোয় এদিন হামলা চালান কুড়মি সম্প্রদায়ের মানুষরা। আপত্তিকর মন্তব্যের জেরে ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের বাংলোর গেট। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। বর্তমানে দিল্লিতে রয়েছেন দিলীপ।

তবে, কুড়মিদের হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়মিদের বৈঠকে কোনো সমাধান বেরিয়ে আসে সেটাই দেখার।

জঙ্গলমহলের আদিবাসী মন্ত্রী-বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ডাকা হল কুড়মি নেতাদেরও।

সূত্রের খবর কুড়মি সমাজের বিভিন্ন সমস্যার কথা জানতে চান মমতা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। জঙ্গলমহলের আদিবাসী ভোট তৃণমূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

মাঝেমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিরুদ্ধে অসন্তোষের কথা শোনা যায়। তাই সেদিক থেকে দেখতে গেলে নবান্নে আজকের বৈঠকও রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বৈঠকে কুড়মি সমাজের পক্ষে বৈঠকে রয়েছেন শুভেন্দু মাহাতো,সুনীল মাহাতো ও বিজয় মাহাতো। এছাড়াও দুই তৃণমূল বিধায়ক শান্তিরাম মাহাতো ও সুশান্ত মাহাতো এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়ার তৃণমূল নেতৃত্ব উপস্থিত রয়েছেন।