Punjab: গুরুদ্বারে বসে মদ্যপানের জেরে মহিলাকে গুলি করে খুন

গুরুদ্বারা কমপ্লেক্সে মদ খাওয়ার অভিযোগে এক মহিলাকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার দুখনিওয়ারান সাহেব গুরুদ্বারা কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে।

Fatal Shooting in Punjab Gurdwara: Woman Killed for Drinking, Shocking Incident Unfolds

গুরুদ্বারা কমপ্লেক্সে মদ খাওয়ার অভিযোগে এক মহিলাকে গুলি করে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার দুখনিওয়ারান সাহেব গুরুদ্বারা কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, পারমিন্দর কৌর নামে ওই মহিলা সরোবরের কাছে মদ্যপান করছিলেন। সেই সময়ে গুরুদ্বারের পরিচারক তাকে দেখতে পান।

পরিচারক সাগর মালহোত্রা মহিলাকে থামানোর চেষ্টা করলেও উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর তিনি তাকে গুরুদ্বার ম্যানেজারের রুমের দিকে নিয়ে যান যেখানে অন্য একজন সেবক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায়।

   

পরমিন্দর কৌরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। সাগর মালহোত্রাও গুলিতে আহত হয়েছেন এবং পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য পারমিন্দর কৌরের দেহ রাজেন্দ্র হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত নির্মলজিত্‍ সিং সাইনিকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত ব্যক্তি কোনও অপরাধমূলক কাজে যুক্ত নন বলেই কর্মকর্তারা জানিয়েছেন। কেন ওই ব্যক্তি খুনের করলেন তা পুলিশি তদন্ত সাপেক্ষ। পুলিশ জানিয়েছে, “সাইনি তার 32-বোরের লাইসেন্স করা রিভলবার দিয়ে মহিলার দিকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছেন।”