News Desk, Kolkata: বর্ষা বিদায় নিয়েছে। এবার শীতের পালা। তবে হাওয়া অফিস বলছে বাংলায় এবারে শীতের প্রভাব ভালোই থাকবে। বৃহস্পতিবার থেকেই শুষ্ক আবহাওয়া স্পষ্ট হবে পশ্চিমবঙ্গে।
চলতি সপ্তাহান্তের শেষে নামবে রাতের পারদ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা বলছেন জেলায় রাত ও সকালে শীতের আমেজ বাড়বে। সকালে আংশিক কুয়াশা থাকবে। তবে আজও আংশিক মেঘলা আকাশ থাকবে।বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি জেলায় পরিষ্কার আকাশ, বলছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গের উপকূলের চার জেলায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির হতেও পারে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, কলকাতা ,হাওড়া, হুগলি ঝাড়গ্রামে এমন বৃষ্টির হতে পারে। পরিস্থিতি পরিবর্তন হবে সপ্তাহের শেষে।
এখন দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। বিকেলের দিকে হালকা বৃষ্টির সামান্য তৈরি হচ্ছে প্রত্যেকদিন। তা দ্রুত পরিবর্তন হবে বলে জানিয়েছে অলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস ,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৫ থেকে সর্বোচ্চ ৯৫ শতাংশের মধ্যে থাকছে।
পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশা।