দেশে মদের বিক্রি (Liquor Sale) বাড়ছে হু হু করে। পিছিয়ে নেই যোগীর রাজ্য উত্তর প্রদেশও। উত্তরপ্রদেশে মদ বিক্রির নয়া রেকর্ড তৈরি হল। দেশের বৃহত্তম রাজ্যটির সুরাপ্রেমীরা এখন আগের থেকেও বেশি মদ পান করছেন। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, কয়েক বছরে যোগীরাজ্যে রেকর্ড সংখ্যায় মদ বিক্রি হয়েছে। রাজ্য আবগারি দফতরের পরিসংখ্যানে বলা হচ্ছে, উত্তরপ্রদেশের অনেক জেলায় দৈনিক মদ বিক্রির পরিমাণ ১০ কোটি টাকারও বেশি।
আবগারি দফতর রিপোর্টে দাবি করা হয়েছে, উত্তর প্রদেশের বেশিরভাগ সুরা প্রেমীরা প্রতিদিন ১১৫ কোটি টাকারও বেশি বিয়ার ও মদ পান করেন। গত কয়েক বছরে রাজ্যে মদ্যপানের সংখ্যা বেড়েছে। মাত্র ২ বছর আগে যেখানে উত্তরপ্রদেশে গড় খরচ ছিল প্রতিদিন প্রায় ৮৫ কোটি টাকা, সেখানে তা বেড়ে হয়েছে ১১৫ কোটি।
আবগারি দপ্তর জানায়, রাজ্যে এমন অনেক জেলা রয়েছে যেখানে দৈনিক ১২ থেকে ১৫ কোটি টাকার মদ কেনা হয়। শুধুই মদ কেন? একই সঙ্গে বিক্রি বেড়েছে বিয়ারেও। নয়ডা ও গাজিয়াবাদে প্রতিদিন ১২ থেকে ১৪ কোটি টাকার মদ ও বিয়ার খাওয়া হয়। এমনটাই দাবি আবগারি দফতর আধিকারিকদের। মদ বিক্রিতে এই দুই জেলার অবস্থান সবার আগে। মদ ও বিয়ার বিক্রিতে পিছিয়ে নেই আগ্রাও। এই জেলায় প্রতিদিন ১২ থেকে ১৩ কোটি টাকা খরচ হচ্ছে মদ কেনায়। লখনউতেও প্রতিদিন গড়ে ১০-১২ কোটি টাকার মদ বিক্রি হয়।
কেন উত্তরপ্রদেশে মদের চাহিদা বাড়ছে হু হু করে?
আবগারি আধিকারিকদের দাবি, গত ৩ থেকে ৪ বছরে উত্তরপ্রদেশের প্রায় সব জেলাতেই মদ বিক্রির প্রবণতা বেড়েছে। কিন্তু কেন? জানা যাচ্ছে,
মোট সুরাপ্রেমীদের মধ্যে আদিবাসীদের সংখ্যা প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ। এক আধিকারিক জানান, মানুষের আয় বাড়ছে, সমাজে মদের গ্রহণযোগ্যতা বাড়ছে, এছাড়াও মানুষের আয় বাড়ছে ,ফলে মদ খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আগে থেকে বেড়েছে। তবে শুধুমাত্র এই রাজ্য নয়, সারাদেশে মদের বিক্রি বেড়েছে বহুগুণ। পরিসংখ্যান বলছে, গত আর্থিক বর্ষে মোট ৪০০ মিলিয়ন কেস মদ বিক্রি হয়েছে।