North Dinajpur: চোপড়ায় চা-বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়া থানার হাপতিয়াগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন।

"Massive Rainfall Brings Cheer to North Bengal’s Tea Plantations"

বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়া থানার হাপতিয়াগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন।

তাদের মধ্যে ৭ জনকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। স্থানীয় আমবাড়ি এলাকার বাসিন্দা হোপনা কিসকু’র অভিযোগ, তার বাগানে এদিন সকালে পাতা তুলতে গেলে স্থানীয়দের একাংশ বাধা দেন। তাদের লোকজনকে মারধর করা হয়। তাঁদের দুজন জখম হয়েছেন।

   
Advertisements

অন্যদিকে, আদিবাসী সেঙ্গেল অভিযানের চোপড়া ব্লক সভাপতি সরকার মুর্মুর পালটা অভিযোগ, এলাকায় একটি বাগান নিয়ে সমস্যা চলছে। সেখানে জমি ও কাজ হারানোর আশঙ্কায় শ্রমিকদের একাংশ ঘাটি গেড়ে বসেছে। এদিন ওই বাগানে বহিরাগতদের একাংশ পাতা তুলতে আসলে ঝামেলা বাধে। এই ঘটনায় তাদের ৫ জন জখম হয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।