রবীন্দ্র জয়ন্তীতে বঙ্গসফরে এসে সায়েন্স সিটির অনুষ্ঠানে অমিত শাহ (Amit Shah)। সায়েন্স সিটিতে ঢোকার মুখে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। পাস নেওয়াকে কেন্দ্র করে দর্শকদের মধ্যেই হাতাহাতি হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত, রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় অমিত শাহ। গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতেই কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, আজ তাঁর একাধিক অরাজনৈতিক কর্মসূচি ছিল। এদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে দেখেন অমিত শাহ। যান ঠাকুরবাড়ির বিভিন্ন অংশে। দেখেন রবীন্দ্রনাথের জন্মস্থানও।
বনগাঁর পেট্রাপোল সীমান্তে BSF-এর অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। এরপরেই সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, আজ রাতেই দিল্লি ফিরছেন তিনি।