East Bengal: ইস্টবেঙ্গল নিয়ে এবার ‘বিস্ফোরক’ রাজ্যের ক্রীড়ামন্ত্রী, কী বলছেন তিনি?

শেষ আইএসএল মরশুমে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম দিকে যথেষ্ট প্রশংসনীয় ভাবে খেললেও ম্যাচ এগোনোর সাথে সাথে ক্রমশ ধরাশায়ী হতে থাকে ক্লেটনরা। এই নিয়ে টানা তিনবছর আইএসএলে হতশ্রী পারফরম্যান্স থাকল লাল-হলুদের।

Sports Minister of 'Explosive' State Expresses Opinion on East Bengal Club

শেষ আইএসএল মরশুমে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম দিকে যথেষ্ট প্রশংসনীয় ভাবে খেললেও ম্যাচ এগোনোর সাথে সাথে ক্রমশ ধরাশায়ী হতে থাকে ক্লেটনরা। এই নিয়ে টানা তিনবছর আইএসএলে হতশ্রী পারফরম্যান্স থাকল লাল-হলুদের।

যা দেখে হতাশ আপামর লাল-হলুদ জনতা। তাই দেশের এই সর্বোচ্চ লিগ শেষ হওয়ার পরেই ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেন ক্লাবের সাবেক কর্তারা। ঠিক হয় সুপার কাপের পড়েই স্টিফেন কনস্ট্যানটাইন কে দলের দায়িত্ব থেকে সরিয়ে কোনো সফল কোচ কে দেওয়া হবে দলের দায়িত্ব। পাশাপাশি দল গঠনের কাজ ও শুরু করে দেওয়া হবে ম্যানেজমেন্টের তরফ থেকে।

সেইমতো গত মাসের শেষের দিকে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত কে দলের দায়িত্ব দেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট। যার হাত ধরে একটা সময় আইএসএলের বৈতরণী পার করেছিলেন সুনীল ছেত্রীরা। তাই এবার এই কোচের হাত ধরেই সাফল্যের সিঁড়িতে পা রাখতে চাইছে দল। শোনা গিয়েছিল, তার আসার পর থেকেই নাকি উইশ লিস্ট মিলিয়ে খেলোয়াড় আনার কাজ শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট।

তবে এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি কারুর নাম। ফলে ক্রমশ চিন্তা বাড়ছে সমর্থকদের মধ্যে। অন্যদিকে একেরপর এক বড় বড় তারকা ফুটবলারদের আকাশছোঁয়া ট্রান্সফার ফি দিয়ে দলে টানতে চাইছে সবুজ-মেরুন। এই পরিস্থিতিতে এবার ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

গতকাল লাল-হলুদ তাঁবুতে উপস্থিত হয়ে তিনি বলেন, প্রধান সমস্যা হল একজন দরাজ হাতে নিয়ে ব্যয় করছেন। আরেকজন অর্থ খরচ করার আগে বারংবার ভাবছেন। দলের ইতিহাস ও গৌরবের কথা মাথায় রেখে শক্তিশালী দল তৈরি করা উচিত লগ্নিকারীদের। নাহলে দলের অস্তিত্ব সংকটে পড়তে পারে। যদিও পরবর্তীকালে দলের লগ্নিকারীদের এক প্রতিনিধি জানান, আগামী মরশুমের জন্য দল গঠনের পরিকল্পনা আমদের রয়েছে। সেইমতোই সমস্ত কাজ এগোনো হচ্ছে।