আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সুগন্ধি মাখতে পছন্দ করেন। তাই বাড়ি থেকে বেরোলেন সুগন্ধি গায়ে নিয়ে নেন। তবে অনেক ক্ষেত্রে বেশি করে সুগন্ধি নিয়েও দীর্ঘস্থায়ী হয় না সেই গন্ধ বরং কিছুক্ষণ পর ঘামের গন্ধ ফিরে আসে এবং ঘামের গন্ধ ও সুগন্ধি মিলেমিশে একটি অদ্ভুত ধরনের বাজে গন্ধ তৈরি করে।
সাধারণত অনেকে আছেন যারা ভাবেন বেশি পরিমাণে সুগন্ধি নিলে তা দীর্ঘস্থায়ী হবে কিন্তু সেটা কোনভাবেই হয় না বরং তাতে ত্বকের ক্ষতি হয। অন্যদিকে বেশিরভাগ মানুষ সরাসরি জামাকাপড়ের উপরে সুগন্ধি প্রয়োগ করেন তাকে জামাকাপড়ে দাগ পড়ার একটি প্রবল প্রবণতা দেখা যায় সেই দাগ সহজে উঠতে চায় না জামা কাপড় থেকে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমাদের দেহের যে সমস্ত পালস পয়েন্ট আছে অর্থাৎ যে সমস্ত জায়গায় হৃদস্পন্দন সরাসরি বোঝা যায় সেখানে ব্যবহার করতে হবে সুগন্ধি। কারণ তার ফলে সুগন্ধি অনেকক্ষণ স্থায়ী হবে বিশেষ করে কানের পেছনে এবং হাতের উপরে সুগন্ধি প্রয়োগ করা পরামর্শ দেন তারা।
তাছাড়া সুগন্ধি যদি তরল হয় তাহলে এক ফোঁটায় যথেষ্ট বেশি পরিমাণে নেওয়ার কোন দরকার নেই। কারণ বেশি পরিমাণে সুগন্ধি নিলে তার থেকে উগ্র গন্ধ ছড়াতে থাকে। যা সুগন্ধির মিষ্টি ভাবকে উধাও করে দেয়। তবে বডি স্প্রে নেওয়ার ক্ষেত্রে সরাসরি বগলে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ তার ফলে আমাদের ত্বকে জ্বালাভাব অনুভূত হতে পারে।