গত ফুটবল মরশুমে ও খুব একটা ভালো ফলাফল করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল শিবির। শুরুটা যথেষ্ট প্রশংসনীয় হলেও ম্যাচ এগোনোর সাথে সাথে ক্রমশ মুখ থুবড়ে পড়তে হয় তাদের। এই নিয়ে টানা তিনবছর আইএসএল হতশ্রী পারফরম্যান্স থাকে দলের। যা দেখে হতাশ সকলেই।
সেজন্য দেশের এই সর্বোচ্চ লিগ শেষ হওয়ার পরেই নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসে লাল-হলুদের সাবেক কর্তারা। ঠিক হয় সুপার কাপের পড়েই স্টিফেন কনস্ট্যানটাইনকে দলের দায়িত্ব থেকে সরিয়ে কোনো সফল কোচ কে দেওয়া হবে দলের দায়িত্ব। পাশাপাশি দল গঠনের কাজ ও শুরু করে দেওয়া হবে ম্যানেজমেন্টের তরফ থেকে।
সেইমতো গত মার্চ মাসের শেষের দিকে দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত কে দেওয়া হয় দলের দায়িত্ব। পাশাপাশি দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে নন্দকুমার শেখর ও হরমনজোত সিং খাবরার মতো খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলে দল। তবে সেখানেই শেষ নয়। চেন্নাইন এফসির অন্যতম ভরসাযোগ্য ফরোয়ার্ড রহিম আলিকে ও দলে টানার পরিকল্পনা নেয় লাল-হলুদ শিবির। তবে এক্ষেত্রে শর্ত সাপেক্ষে নেওয়া যেতে পারে রহিমকে।
কি সেই শর্ত? যতদূর জানা গিয়েছে, রহিম আলি কে দলে টানার ক্ষেত্রে ট্রান্সফার ফি বাবদ ১ কোটি টাকা দেওয়ার পাশাপাশি তাদের দল থেকে কোনো এক ফুটবলার কে ছাড়তে হবে চেন্নাইনের উদ্দেশ্যে। কিন্তু আদৌও কাকে ছাড়া হবে তা সঠিকভাবে জানা যায়নি। তবে বেশ কয়েকবার নাওরেম মহেশ সিংয়ের নাম শোনা গেলেও ক্লাব সূত্রে জানা গিয়েছে আগামী মরশুমে নিজের পুরোনো দলেই থাকছেন মহেশ। শেষ পর্যন্ত কার বদলে লাল-হলুদ আসেন এই তরুণ ফরোয়ার্ড এখন সেটাই দেখার।