গান বাজিয়ে সুরেন্দ্রনাথ কলেজে জন্মদিন পালন তৃণমূল নেতার, তুঙ্গে চর্চা

মে দিবসে সুরেন্দ্রনাথ কলেজে জন্মদিনের পার্টির আয়োজনের অভিযোগ। বিতর্কে জড়ালেন শিয়ালদার তৃণমূল নেতা। তাঁর জন্মদিন ডিসেম্বরেও হলেও অনুগামীরা মে দিবসে তা পালন করেন।

Surendranath College

মে দিবসে সুরেন্দ্রনাথ কলেজে জন্মদিনের পার্টির আয়োজনের অভিযোগ। বিতর্কে জড়ালেন শিয়ালদার তৃণমূল নেতা। তাঁর জন্মদিন ডিসেম্বরেও হলেও অনুগামীরা মে দিবসে তা পালন করেন।

বাজছে গান, সাজানো হয়েছে আলো দিয়ে সাজিয়ে চলছে কেট কাটা। ভাইরাল হওয়া এই ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক। যিনি কেক কাটছেন তিনি হলেন শিয়ালদার তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মে দিবসের দিন সন্ধ্যায়।

উল্লেখ্য, দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রথমে অভিযোগটি উড়িয়ে দেন। তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এসব অবাস্তব কথা, ওদের একটা অনুষ্ঠান ছিল, ওরা একটা গেট টুগেদার করেছেন।

ওরা আমাকে আমন্ত্রণ করেছিল। আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশেন সেক্রেটারি তো। আমার জন্মদিনও ছিল না । আমার জন্মদিন ২৬ ডিসেম্বর। কলেজ খোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ‘

তৃণমূল নেতা বিতর্ক এড়ানোর চেষ্টা করলেও, গোটা ঘটনা যে দলের অস্বস্তি বাড়িয়েছে, তা বোঝা গেছে দলের কাউন্সিলরের বক্তব্যেই। ছুটির দিন কলেজ ক্যাম্পাসে তৃণমূল নেতার জন্মদিন পালনের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে ।