গত আইএসএলের দুই লেগের ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। টুর্নামেন্টের প্রথম পর্বে হুগো বুমোসে গোলে হায়দরাবাদকে পরাজিত করলেও দ্বিতীয় লেগে ওগবেচের করা গোলের সামনে কোন জবাব ছিল না বাগান ডিফেন্ডারদের। বলতে গেলে প্রায় শেয়ানে শেয়ানে টক্কর। তা আরও জমিয়ে দিয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে। যেখানে ফের মুখোমুখি হয় হুয়ান ফেরেন্দো (Juan Ferrando) ও মানালো মার্কুজের ছেলেরা।
প্রথম লেগের সেমিফাইনালে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও অন্তিম পর্বে ট্রাইবেকারের মাধ্যমে হয় ম্যাচের ফয়সালা। সেখানেই সিভেরিওদের হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান। ৪-৩ গোলের ব্যবধানে ম্যাচ পকেটে পুড়ে নেয় মেরিনার্সরা। এবার মরশুমের শেষে এসেও হায়দরাবাদের মুখোমুখি হতে হবে সবুজ-মেরুনকে। তবে এবার উভয়েরই লক্ষ্য এএফসি কাপের মূলপর্বে স্থান করে নেওয়া।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আগামী কাল সন্ধ্যা ৭ টায় কেরালার ইএমএস স্টেডিয়ামে এএফসি কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে ওগবেচেদের মুখোমুখি হবে বুমোসরা। সেজন্য সুপার কাপের পর সামান্য বিশ্রাম নিয়েই টানা ৯ দিন গোটা দল নিয়ে শহরে অনুশীলন চালান ফেরেন্দো। মিশন হায়দরাবাদ বধ। অন্যদিকে আইএসএল সেমিফাইনালের হারের বদলা নিয়েই নিজামের শহরে ফিরতে চায় হায়দরাবাদ এফসি। সেজন্য, কঠোর অনুশীলন করেছে তাদের ও দল। তবে এবার ম্যাচের আগের দিন যথেষ্ট সাবধানী মেজাজে ধরা দিলেন আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো।
আজ একটি জনপ্রিয় মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কালকের এই ম্যাচটি আমাদের জন্য অনেক বড়। বলতে গেলে অনেক বড় সুযোগ। ভবিষ্যতে কি ঘটতে পারে তা কেউ জানে না। তবে বর্তমানে যে কাজটা করা দরকার সেদিকেই মনোনিবেশ করা বুদ্ধিমানের কাজ। এখানে ছোট ছোট ভুলের ও অনেক বড় মূল্য চোকাতে হতে পারে। পূর্বে এএফসি কাপের ক্ষেত্রে একটি বড়সড় ভুলের জন্য আমাদের ছিটকে যেতে হয়েছিল। তাই ম্যাচের নব্বই মিনিট দলের সকলকে ম্যাচের মধ্যে মনোনিবেশ করতে হবে। সকলে সেটাই করতে চায়।