Sikkim: নাথু লা সীমান্তে ফের দুর্যোগ, পর্যটকদের উদ্ধার অভিযান

সিকিমের (Sikkim) প্রাকৃতিক দৃশ্যের টানে পর্যটকরা বারবার এ রাজ্যে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছেন। তুষারপাতে আটকে যাওয়া,তুষার ধ্বসে চাপা পড়ার মত ঘটনা ঘটেছে। এবার ভারি…

Tourists Barred from Visiting Sikkim's Nathula Pass on January 1

সিকিমের (Sikkim) প্রাকৃতিক দৃশ্যের টানে পর্যটকরা বারবার এ রাজ্যে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছেন। তুষারপাতে আটকে যাওয়া,তুষার ধ্বসে চাপা পড়ার মত ঘটনা ঘটেছে। এবার ভারি বৃষ্টিপাতের কারণে বিখ্যাত নাথু লা সীমান্ত দেখতে যাওয়া পর্যটকরা আটকে পড়েন। তাদের উদ্ধার করছে বর্ডার রোড অর্গানাইজেশন।

সিকিমে ভারি বৃষ্টিপাতের পর নাথুলায় আটকা পড়া ৪০ জন পর্যটককে উদ্ধার করেছে। এমনই জানিয়েছেল বিআরও কর্মীরা। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) এর আরেকটি সফল অভিযানে নাথু লায় আটকে পড়া পর্যটকদ্র ১ মে উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তর-পূর্ব রাজ্যে ভারী বৃষ্টি ও তুষারপাত হচ্ছে, যার ফলে রাস্তা অবরুদ্ধ।

   

উদ্ধারকৃত পর্যটকদের গরম খাবার পরিবেশন করা হয়। বিআরও পরিচালনায় তাদের আশ্রয় দেওয়া হয়। ডিজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরীর নির্দেশনায় BRO রাস্তাটি ফের খোলার পরে তাদের গ্যাংটকে ফেরত পাঠানো হয়।