বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঝুমঝুম ব্যানার্জী। কি চিনতে পারলেন না? চিনতে না পারাটাই স্বাভাবিক, কারণ তিনি আমাদের কাছে পরিচিত রচনা ব্যানার্জী নামে।
দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতে সাবলীলভাবে অভিনয় করছেন তিনি। বর্তমানে প্রায় ৫০ এর কাছাকাছি বয়স হলেও তিনি তাঁর রূপের জেল্লা এখনো ধরে রেখেছেন ঠিক একই রকম ভাবে।
১৯৯০ সালে জিতেছিলেন মিস কলকাতা অ্যাওয়ার্ড আর তাঁরপর থেকে একের পর এক অভিনয়ের অফার আসতে থাকে তাঁর কাছে। ১৯৯৩ সালে পরিচালক সুখেন দাস পরিচালিত ‘দান প্রতিদান’ চলচ্চিত্রে বিনোদন জগতে প্রথম পা রাখেন তিনি, তারপরের ইতিহাসটা অবশ্য আমাদের সকলেরই জানে। বাংলার পাশাপাশি উড়িয়া, তামিল, তেলেগু এমনকি হিন্দি চলচ্চিত্র জগতের কাজ করেছেন। তিনি অন্যদিকে ভারতীয় চলচ্চিত্র জগতে অন্যতম নক্ষত্র অমিতাভ বচ্চনের সাথে দুটি বেঁধেছিলেন সূর্যবংশম সিনেমা।
তবে বর্তমানে সিনেমা জগত থেকে কিছুটা দূরে সরেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর জনপ্রিয়তা এখনো কমেনি। সম্প্রতি বেশ কিছু বছর ধরে তাঁকে দেখা যায় জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সঞ্চালিকার ভূমিকায়। তাই বর্তমানে শুধু সিনেমার পর্দা নয় দিদি নাম্বার ওয়ান এর মাধ্যমে তিনি পৌঁছে গিয়েছেন বাঙালির ঘরে ঘরে।
এইসব বাদ দিলে ও সামাজিক মাধ্যমে অভিনেত্রী একইভাবে সক্রিয় সেটা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। সম্প্রতি তিনি বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। সেখানে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বুম্বাদা অর্থাৎ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ফটোশুট করছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতাঁর পরনে রয়েছে সাবেকি বাংলা পোশাক অর্থাৎ ধুতি এবং পাঞ্জাবি অন্যদিকে অভিনেত্রী পড়েছেন একটি বাদামী রঙের শাড়ি। একই সাথে বাংলায় দুই দাপটে তাঁরকাদের দেখে মুগ্ধ নেটিজেনরা।