বারবার প্রাণনাশের হুমকি, সলমনের (Salman Khan) চারপাশে এখন বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের অবস্থান। ভাইজানকে সুরক্ষিত রাখতে দিনরাত এক করছেন তারা। ক্রমাগতই হুমকি, খুনের বার্তায় জর্জরিত কেমন আছেন ভাইজান! সম্প্রতি সলমন হাজির হয়েছিলেন আপ কি আদালত অনুষ্ঠানে। সেখানেই মুখ খুললেন তিনি।
তিনি জানান ‘চারপাশে এত বডিগার্ড নিয়ে চললে যদি জীবনটা সিকিওর থাকে তবে অসুবিধা নেই বইকি। কিন্তু তাই বলে বেশ কিছু অসুবিধাও হয়েছে।আমি যখন কোথাও যাই, এতো গাড়ি থাকে সিকিওরিটির যে অন্যদের অসুবিধা হয়। তাঁরা আমার দিকে যেভাবে তাকান…আমার অনুরাগীদের খুব কষ্ট হয়। কিন্তু বিপদ আছে বলেই নিরাপত্তা প্রয়োজন।’
এতদিন, নিজের ওপর আসা কোনও হুমকিতে কান দেননি ভাইজান। কিছুদিন আগে লরেন্স বিষ্ণইয়ের তরফে আসা হুমকিতে আতঙ্কে খান পরিবার। ছবির প্রমোশন করতে গিয়েও নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে।
উল্লেখ্য, সলমন কিসি কা ভাই কিসি কা জান ছবিতে বহুদিন পর তিনি ফিরেছেন, কিন্তু বক্স অফিসে একেবারেই খেলা দেখাতে পারেনি এই ছবি।