চালসার ডব্লিউবিটিজিই ময়দানে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যাযে সভার (Sangyog Yatra) আগে পকেটমারি হল রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের। ১২ হাজার টাকা খোয়া যাওয়ায় বেশ বিড়ম্বনায় পড়েছেন বিধায়ক। কিন্তু কীভাবে ঘটল?
গতকাল অভিষেকের সভা শুরুর আগে থেকেই দলের নেতা-কর্মীরা মাঠে জড়ো হচ্ছিলেন। এসেছিলেন তৃণমূলের প্রাক্তন মেটেলি ব্লক সভাপতি সোনা সরকারও। কিন্তু তাঁকে সভাস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। এই ঘটনায রেগে যান প্রাক্তন ব্লক সভাপতি। সেইসময় চিৎকার চেঁচামেচিতে পরিস্থিতি ঘোরালো হওয়ার আগেই মাঠে নামেন খগেশ্বর ও পুলিশ প্রশাসন।
তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর সভার নিরাপত্তারক্ষীদের বুঝিয়ে সমস্যার সমাধান করেন। সোনা সরকার ময়দানে প্রবেশ করেন। গণ্ডগোল মিটে যাওয়ার পর পাঞ্জাবির পকেটে হাত ঢোকাতেই হকচকিয়ে যান বিধায়ক। কারণ তাঁর পকেটে থাকা ১২ হাজার টাকা উধাও। তাঁর কথায়, ‘ভিড়ের সুযোগ নিয়ে কেউ হয়তো তাঁর পকেট থেকে টাকাটা সরিয়ে নিয়েছে। অভিষেকের জনসংযোগ যাত্রার জন্য দুদিন বাড়ি যেতাম না। তাই টাকাগুলো নিয়ে এসেছিলাম।‘ শুক্রবার থেকে জলপাইগুড়ি জেলায় অভিষেকের জনসংযোগ যাত্রা শুরু হয়েছে।
শনিবারও চলবে এই কর্মসূচি। এভাবে টাকা খুইয়ে কিছুটা হতভম্ব তিনি। এই দুদিন তাঁর আপ্তসহায়ক প্রসেনজিৎ দে’র থেকে টাকা ধার নিয়ে চালাবেন বলে জানিয়েছেন। তবে এখনই পুলিশকে কিছু জানাতে চাইছেন না বিধায়ক।