Protect Your Hearing: বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেকটাই উন্নত, আর যত দিন যাচ্ছে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। প্রযুক্তির ওপর নির্ভর করে বদলে গিয়েছে অনেক কিছু। ঠিক যেমন বিনোদন, সাধারণ মানুষের কাছে শতাব্দীর শুরু থেকেই বিনোদনের অন্যতম মাধ্যম হলো গান। গান শুনতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। শুধু তাই নয়, বর্তমানে চিকিৎসার কাজেই ব্যবহার হচ্ছে মিউজিক থেরাপি। যার ফল বেশ ভালো বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এই গানই আমাদের সারা জীবনের মতো কালা করে দিতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
একটা সময় ছিল যখন মানুষ গান শুনতো গ্রামাফোন কিংবা রেডিওতে। তবে বর্তমানে প্রযুক্তির ছোয়া সর্বত্র, তাই সেই সব গান এখন অতীত। বর্তমানে আমরা সকলেই এয়ারফোন কিংবা বাডসের ওপর নির্ভরশীল। দীর্ঘক্ষণ ফোনে কথা বলা থেকে শুরু করে গান শোনা সব ক্ষেত্রেই এর ব্যবহার লক্ষ্য করা যায়। যার জেরে ধীরে ধীরে বাড়তে থাকছে কানের সমস্যা। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বের প্রায় কয়েক কোটি মানুষ কানের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর তার কারণ হিসেবে দায়ী করা যায় লাউড এয়ারফোন। যা আমাদের প্রাকৃতিক শ্রবণ শক্তিকে লাউড এয়ারফোন। যা আমাদের প্রাকৃতিক শ্রবণ শক্তিকে ক্ষীণ করছে। শুধু তাই নয়, বাড়ছে মস্তিষ্কের সমস্যাও। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মস্তিষ্কের টিউমারের জন্য দায়ী এই এয়ারফোন। তাই একটানা এয়ারফোন ব্যবহারে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রত্যেকবার ব্যবহারের আগে এয়ারফোন পরিষ্কার করে নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।