Prabir Kayal: আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, মন্তব্য তাপস ঘনিষ্ঠ প্রবীরের

তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tehatta MLA Tapas Saha) বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে৷ হাইকোর্টের নির্দেশে গত শুক্রবার থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। তাপস ছাড়াও সিবিআইয়ের তালিকায় রয়েছে তাঁর ঘনিষ্ঠরা৷ সিবিআইয়ের তল্লাশির মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলে তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়াল (Tehatta MLA Tapas Saha)৷

Prabir Kayal and Tapas Saha in a Political Rally
তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tehatta MLA Tapas Saha) বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে৷ হাইকোর্টের নির্দেশে গত শুক্রবার থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। তাপস ছাড়াও সিবিআইয়ের তালিকায় রয়েছে তাঁর ঘনিষ্ঠরা৷ সিবিআইয়ের তল্লাশির মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলে তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়াল (Tehatta MLA Tapas Saha)৷

তিনি জানিয়েছেন, আমি এ বিষয়ে কোনওভাবেই যুক্ত নই। আমি রাজনৈতিক যড়যন্ত্রের শিকার। উনার সঙ্গে থেকে যে আমার এত ক্ষতি হবে ভাবিনি। আমি উনার পিএ নই। কেউ নই। আমাকে ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন, ২০১৭ সালের জুলাই মাস থেকে আমি উনাকে চিনি। আমি উনার পিএ নই। আমি কোনও প্রভাবশালী বা বিভিন্ন দফতরে আমি কোনও দিন যায়নি।

তাপস সাহার বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি মামলায় কোনও তথ্য পায়নি সিবিআই৷ তাই তার ঘনিষ্ঠ বৃত্তের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে যারা ভুক্তভোগী তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থার অফিসাররা৷ অভিযোগ, কখনও তাপস আবার কখনও প্রবীরের মাধ্যমে টাকা জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা।

   

তবে বারবার নিজেকেও রাজনৈতিক প্রতারণার শিকার বলে দাবি করেছিলেন তাপস৷ তাঁর কথায়, দলেরই কিছু লোক তাঁকে ফাঁসিয়েছে। এমনকি দলের নেতাদের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাপস মামলা আগামী দিনে কতদূর গড়ায়? এখন সেটাই দেখার৷