Sports Desk: বিশ্বকাপের পরিসংখ্যা ১৩-০।ইতিহাসের মোড় ঘোড়াতে পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান২৭ অধিনায়ক বাবর আজম ১৮ রানে ক্রিজে। ভারত উইকেটের খোঁজে ঘাম ঝড়াচ্ছে। ক্যাপ্টেন বিরাট কোহলির কপালে চিন্তার ভাঁজ।
বিরাটের কপালের বলিরেখা গাঢ় থেকে গাঢ়তম হয়ে যাচ্ছে, বল যত গড়াচ্ছে। পাকিস্তান কোনও উইকেট না খুঁইয়ে৭.৩ ওভারে ৪৯ রান। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি,বুমরাহ, জাডেজা, বরুণ চক্রবর্তী কেউই উইকেট পায়নি। অথচ ভারত ৫.৫ ওভারে মাত্র ৩১ রান তুলেছিল ৩ উইকেট হারিয়ে।
পাক অধিনায়ক বাবর আজম ভারতের বিরুদ্ধে ইতিহাস স্রোত ঘোড়ানোর কথা বলেছিলেন ম্যাচের অনেকদিন আগেই। ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে দুবাই’র ক্রিজে গেড়ে দাঁড়িয়ে (বসে)নতুন ইতিহাস গড়তে চাইছে রিজওয়ান বাবর আজম জুটি৷ ভারতের বিরুদ্ধে জেতার জন্য ৬৩ বলে ৮৩ রান দরকার পাকিস্তানের ৷