সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্র জগতে যে সমস্ত অভিনেত্রী তাদের অভিনয় ক্ষমতার পরিচয় দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। ২০১৬ সালে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ঝাঁঝ লবঙ্গ ফুলের মাধ্যমে অভিনয় জগতে প্রথম পা রেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তারপরে অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি হাতে এসেছে একের পর এক কাজের সুযোগ আর সব অভিনয় তিনি তাঁর পারদর্শিতার ছাপ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।
প্রজাপতি বিস্কুট, গুপ্তধনের সন্ধানে, দুর্গেশগড়ের গুপ্তধন, সোয়েটার, সহবাস, ডিটেক্টিভের মতো একের পর এক চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। অন্যদিকে সিনেমার পর্দা ছাড়াও বর্তমানে বিজ্ঞাপনের জগতে সমানভাবে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর রূপের গুনে মুগ্ধ সকলেই। সেটা অবশ্য অভিনেত্রীর বিভিন্ন পোস্ট দেখলেই বোঝা যায়। অভিনয় জগতের সাথে বেশি দিন যুক্ত না হলেও তাঁর ভক্ত সংখ্যা নেহাতই কম নয়।
View this post on Instagram
আর মাঝেমধ্যেই অভিনেত্রী তাঁর বিভিন্ন ছবি ভক্তদের সাথে শেয়ার করে নেন ইনস্টাগ্রাম এর মাধ্যমে। যেখানে মাঝেমধ্যেই অভিনেত্রীর লাস্যময়ী রূপের ঝলক ধরা পড়ে। সম্প্রতি ঠিক সেই রকমই এক ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে স্লিভ লেস কালো টপ পড়ে ক্লোজ আপ শট দিতে ব্যস্ত অভিনেত্রী। আর খোলা চুলে তাঁর রূপ আরও ঝলমলিয়ে উঠেছে। যা ইতিমধ্যেই কয়েক হাজার ভক্তের নজরে এসেছে, সেই সাথে ভক্তদের প্রতিক্রিয়াও মিলেছে।