চলতি বছরে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল (Indian Footballers)। গতবার আফগানিস্তান , হংকং ও কম্বোডিয়ার মতো তিন দেশ কে পরাজিত করেছিল সুনীল ব্রিগেড। সেই ধারা বজায় থাকল এই বছরে। গত মাসে ইম্ফলের খুয়ান লাম্পাক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট। সেখানে মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকের মতো দেশ কে বড় ব্যবধানে হারিয়ে খেতাব জেতে সুনীল-সন্দেশরা। আগামী জুন মাসে ফের ইন্টারকন্টিনেন্টাল কাপ অভিযানে নামবে ব্লু টাইগার্সরা। তবে পিছিয়ে নেই ভারতের জুনিয়র ফুটবলাররা। এবার স্পেন সফরে গিয়ে প্রথম ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদের জুনিয়র দলকে হারাল ভারতের ছোটরা।
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ সফরের প্রথম ম্যাচ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের অনূর্ধ্ব ১৬ দলের সঙ্গে। এবার সেখানেই বাজিমাত ভারতীয় ফুটবলারদের। নির্ধারিত সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতের অনূর্ধ্ব ১৭ দলের ফুটবলাররা। ভারতের হয়ে গোল করে কোরোউ, লালপেখলুয়া, গোগোচা ও শাসওয়াত। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে একমাত্র গোল করে গ্যাব্রিয়েল।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতীয় ফুটবলারদের। একেবারে প্রথম থেকেই প্রতিপক্ষের ডিফেন্সে উঠে আসছিল তারা। যারফলে ম্যাচের ছয় মিনিটের মাথায় কোরোউয়ের গোলে এগিয়ে যায় ভারত। তারপর থেকে অ্যাটলেটিকোর ফুটবলাররা ডিফেন্সে জোর দিলেও বত্রিশ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেয় পেখলুয়া। দুই মিনিট পরেই আবার গোল করে শাসওয়াত। এদিকে যখন একের পর এক গোল করে দলের ব্যবধান বাড়াচ্ছে ভারতীয় ফুটবলাররা। ঠিক সেই সময়েই গ্যাব্রিয়েলের গোলে কিছুটা স্বস্তি পায় অ্যাটলেটিকো।
𝐅𝐔𝐋𝐋 𝐓𝐈𝐌𝐄! And that’s that. India have a thrilling, resounding and deserved victory. If you weren’t on the bandwagon yet, then get on now! This young team is 🔥
ATL 1⃣ – 4️⃣ IND#ATLIND ⚔️ #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/2xvYrCHVKS
— Indian Football Team (@IndianFootball) April 19, 2023
এভাবেই শেষ হয় প্রথমার্ধে। যেখানে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ভারত। দ্বিতীয়ার্ধে ডিফেন্সে জোর দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের ফুটবলাররা আক্রমণে জোর দিলেও আর গোলের মুখ খুলতে পারেনি। সেই সুযোগেই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে চতুর্থ গোল করে ভারতীয় ফুটবলার গোগোচা। নির্ধারিত সময়ের শেষে এই ৪-১ গোলেই ম্যাচ জিতে যায় ভারতীয় দল।