দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে এল MG Comet EV

মনে করা হচ্ছে বিদেশি সংস্থা MG এবার টাটাকে টক্কর দিতে পারে। সূত্রের খবর তারা এবার ভারতে নিয়ে আসতে চলেছে নতুন বিদ্যুৎ চালিত গাড়ি। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের তৈরি গাড়ির যাবতীয় তথ্য।

Notice (8): Undefined index: api_key [APP/Controller/PageprocessController.php, line 111]
Notice (8): Undefined index: site_id [APP/Controller/PageprocessController.php, line 112]
/wp-content/uploads/2023/04/MG-Comet-EV.jpg" class="attachment-post-thumbnail size-post-thumbnail wp-post-image" alt="MG Comet EV - Next Generation Electric Vehicle with Advanced Features" decoding="async" title="দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে এল MG Comet EV">

একটা সময় ভারতের রাস্তায় দেখা যেত হিন্দুস্তান মোটরস নির্মিত অ্যাম্বাসেডর গাড়ি, যা বর্তমানে কালের নিয়মে ইতিহাসের পাতায় জায়গা করেছে বহুদিন। স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি আমলা এবং সাধারণ মানুষের প্রথম পছন্দের গাড়িগুলির মধ্যে অন্যতম ছিল সকলের প্রিয় অ্যাম্বি। তবে বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে ঠিক একই সাথে ভারতের বাজার দখল করেছে বিভিন্ন দেশীয় এবং বিদেশী গাড়ি নির্মাণকারী সংস্থা। যার মধ্যে অন্যতম হলো টাটা।

অন্যদিকে সম্প্রতি বিশ্বের প্রায় সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা জোর দিয়েছে বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণের উপর আর সেই দিকেও পিছিয়ে নেই দেশীয় সংস্থা টাটা। তবে মনে করা হচ্ছে বিদেশি সংস্থা MG এবার টাটাকে টক্কর দিতে পারে। সূত্রের খবর তারা এবার ভারতে নিয়ে আসতে চলেছে নতুন বিদ্যুৎ চালিত গাড়ি। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের তৈরি গাড়ির যাবতীয় তথ্য।

   

তাদের এই নতুন গাড়ির নাম রাখা হয়েছে MG Comet EV, যা একবার চার্জেই ছুটে যাবে ২৫০ কিলোমিটার। গাড়িতে রয়েছে ২০kwh লিথিয়াম ব্যাটারি। অন্যদিকে থাকছে abs টেকনোলজি যা যাত্রী সুরক্ষাকে আরও বাড়িয়ে তুলেছে। সংস্থা সূত্রে খবর, আজই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে এই গাড়ি। অন্যদিকে দামের দিক দিয়ে MG Comet EV এর এক্স শোরুম প্রাইজ ১০ লক্ষ টাকার কিছু বেশি।