গত বেশ কয়েকবছর ধরেই পুরোনো ছন্দে নেই ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। আইএসএলে শুরুটা ভালো হলেও ম্যাচ যতো এগিয়েছে ততই মুখ থুবড়ে পড়তে হয়েছে লাল-হলুদ শিবিরকে। যারফলে, পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছে তাদের। পাশাপাশি রয়েছে এটিকে মোহনবাগানের কাছে আটবার ডার্বি হারার জ্বালা।
তবে এখানেই শেষ নয়, মরশুমের শেষ টুর্নামেন্ট তথা সুপার কাপে ঘুরে দাঁড়ানোর ভাবনা থাকলেও সেখানে ও খুব একটা প্রভাব ফেলতে পারেনি ক্লেটনরা। টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচে এগিয়ে থেকে ও সকলকে অবাক করে ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। যা দেখে হতাশ সকলেই। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার।
আজ একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হন তিনি। শুরুতেই তাকে মরশুমের এই ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে ক্লাব কর্তা বলেন, সাফল্যের ভাগিদার সবাই হতে চায় ব্যর্থতার দায় গিয়ে পড়ে একজনের উপর। এটাই পৃথিবীর নিয়ম। গত বছর দেরিতে ইনভেস্টর আসায় দল গঠনের ক্ষেত্রে ও অনেক দেরী হয়ে গিয়েছিল। তার প্রভাব এবারের মরশুমে পড়েছে। তবে আগামী মরশুম নিয়ে প্রশ্ন করা হলে এই শীর্ষকর্তা বলেন, এবার নতুন কোচের কথা মতোই দলে ফুটবলার নেওয়া হবে। এখন কোচ চূড়ান্ত করার বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে এবারের সুপার কাপের বিষয়ে প্রশ্ন করা হলে শান্তভাবে কোচের দিকে অভিযোগের আঙুল তোলেন এই ক্লাব কর্তা। তার কথায়, হায়দরাবাদ ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলের ব্যবধানে দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে কেন ডিফেন্সে জোর দিলেন না এই ব্রিটিশ কোচ তা অজানা। এছাড়াও ওডিশা ও আইজল ম্যাচে ও এগিয়ে থেকে গোল খেয়ে মাঠ ছাড়তে হয়েছে ইস্টবেঙ্গল কে। যা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি
। এছাড়াও দলের বিদেশি তারকা ইভান গঞ্জালেসের খেলা নিয়ে ও যথেষ্ট অখুশি দেবব্রত সরকার। তাই আগামী মরশুমে দলের রক্ষনভাগের দিকে বাড়তি নজর দেওয়ার কথাও শোনা যায় তার মুখে। সেইসাথে এখন যে পরিস্থিতিতে দল রয়েছে তা থেকে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ও দেন এই সাবেক কর্তা।