২০২১ এর নির্বাচনের পর বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন (Mukul Roy) মুকুল রায়। কিন্তু সোমবার রাত থেকে বদলে গেল মত৷ একাই দিল্লিতে গেলেন কৃষ্ণনগরের বিধায়ক৷ সেই নিখোঁজ মুকুল জানালেন, বিজেপি কাজ দিলেই তিনি কাজ শুরু করবেন৷ একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, তিনি স্বেচ্ছায় দিল্লিতে গেছে। বাড়িতে না জানিয়ে আসার কারণে জটিলতা দেখা দিয়েছে। তবে শারিরীকভাবে একেবারে ফিট।
গত পরশু সন্ধ্যেবেলাতেই দিল্লিতে পা রেখেছেন মুকুল রায়। অনেকের মনে হয়েছিল, তিনি এবার বিজেপিতে যোগদান করবেন৷ অন্যদিকে, সেই সময়েই ছেলে শুভ্রাংশু এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছেন। সেখানে তিন জনের নাম অবধি উল্লেখ করেছেন তিনি৷ তারপর থেকে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে মুকুল রায়ের বক্তব্য ছেলের সঙ্গে মিল খাচ্ছে না৷
মুকুল রায় জানিয়েছেন, তিনি যেখানে রয়েছেন, সেখান থেকে বের হননি। তবে তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে৷ আগামী কয়েকদিন দিল্লিতেই থাকবেন তিনি। তারপর বিজেপির তরফে কাজ দেওয়া হলেই শুরু করে দেবেন৷ তাঁর দাবি, আগামী দিনে শাহ-নাড্ডাদের হাতে ভারত সুরক্ষিত।
যদিও গতকাল ছেলে শুভ্রাংশু দাবি করেছিলেন, বাবার শারিরীক অবস্থা স্থিতিশীল নয়। রোজ ১৮ টি করে ওষুধ চলে৷ এমনকি মানসিক অবস্থাও মোটেই ভালো নয় বলে দাবি করেছেন তিনি৷ এখন মুকুল রায়ের বক্তব্য ভিন মেরুতে৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।