Goodbye to Mature Hair Problems: একটা সময় ছিল যখন মনে করা হতো শুধুমাত্র বয়স্ক মানুষদের পাকা চুলের সমস্যা দেখা দেয়, কিন্তু বর্তমানে সেই মিথ একদম ভুল প্রমাণিত হয়েছে। আধুনিক সমাজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পেটের সমস্যা সেই সাথে বাড়তে শুরু করেছে দূষণ আর এই সমস্ত কারণেই দেখা দিচ্ছে পাকা চুল। বর্তমানে অনেক শিশুর পাকা চুলের সমস্যা দেখা দেয় তার প্রধান কারণ হিসেবে রয়েছে পেটের সমস্যা।
অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, পাকা চুলের জন্য শুধুমাত্র যে পেটের সমস্যা তাই তা কিন্তু নয়, পাশাপাশি রয়েছে পরিবেশ দূষণ যা একইভাবে চুল পাকিয়ে তুলতে সাহায্য করে। আর অল্প বয়সে পাকা চুলের হাত থেকে বাঁচতে অনেকে বাজার চলতি বিভিন্ন ধরনের রং এর ব্যবহার করেন। যা একেবারেই চুলের জন্য উপকারী নয়, কারণ তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া যা চুল পাতলা করে দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, পাকা চুলের হাত থেকে রেহাই পেতে ভরসা করা যেতে পারে হেনায়। রাতে শুতে যাবার আগে কাঁচের বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে ভিজিয়ে রাখতে হবে হেনা এবং তার মধ্যে দিতে হবে পেরেক। কারণ পেরেক এর মধ্যে থাকে আয়রন যা হেনার রংকে আরো মজবুত করে তোলে পরে পরের দিন সকালে ভিজিয়ে রাখা হেনা মাথায় মেখে নিতে হবে।
সামান্য কিছুক্ষণ রাখার পর হেনা শুকিয়ে এলে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে সপ্তাহে অন্তত একদিন করেই এই পদ্ধতি মেনে চললে কিছুদিনের মধ্যেই উধাও হয়ে যাবে পাকা চুল। অন্যদিকে ঠিক একইভাবে কার্যকারী লাল চা, কারণ লাল যার মধ্যে প্রচুর পরিমাণে স্টেন থাকে যা চুলের রঙ ধরে থাকতে সাহায্য করে।