এই মুহূর্তে কলকাতা ময়দানের প্রধান আলোচ্য বিষয় সার্জিও লোবেরা (Sergio Lobera)। দিন কয়েক আগেই এজেন্ট মারফত নাকি লাল-হলুদে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই স্প্যানিশ কোচ। তা জানাজানি হতেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে আপামর ইস্টবেঙ্গল জনতা। তবে সময় যতো এগিয়েছে তাকে নিয়ে ক্রমশ তৈরি হয়েছে বিতর্ক।
কিছুদিন ধরেই একাধিক গনমাধ্যমের তরফ থেকে বলা হচ্ছিল লোবেরা কে দলে টানার জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি আসরে নেমে পড়েছে জোসেফ গাম্বাউয়ের পুরোনো ক্লাব ওডিশা এফসি। তার সাথে কথাবার্তা ও নাকি অনেকটাই চূড়ান্ত পর্যায় নিয়ে গেছে তাদের ম্যানেজমেন্ট। এরপর থেকেই গেলো গেলো রব উঠতে শুরু করে সাপোর্টারদের মধ্যে। এবার উঠে আসল এক চাঞ্চল্যকর তথ্য। ইস্টবেঙ্গল না আসলে উরুগুয়ের পথে পা বাড়াতে পারেন লোবেরা!
বলাবাহুল্য, ওডিশা এফসির সঙ্গে লোবেরার কথপোকথন কোনো নতুন ঘটনা নয়। গত বছরের শেষের দিক থেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল ওডিশা। কিন্তু একটা সময় কথাবার্তা আর বেশিদূর এগোয়নি। তবে এবার লাল-হলুদের দায়িত্ব সামলানোর কথা সামনে আসতেই নতুন মোর নেয় ওডিশার সাথে লোবেরার আলোচনা। তবে সেইসবে খুব একটা কান দিতে নারাজ লাল-হলুদ কর্তারা। কিন্তু লোবেরা এখনো সিচুয়ান এফসির দায়িত্বে থাকায় এনওসি না পাওয়া পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত করতে পারছেন না।
আর সেখান থেকেই উঠে আসল নয়া তথ্য। শোনা যাচ্ছে, ভারতে আসার জন্য অধীর আগ্ৰহে অপেক্ষা করছেন লোবেরা। ইমামি কতৃপক্ষের সাথে আলোচনার পর তিনি যেসমস্ত শর্ত দিয়েছিলেন তার পুরোটাই মানতে রাজি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেইমতো আর্থিক দিক থেকেও নাকি সক্রিয়তা দেখানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।
এবার সিচুয়ান থেকে এনওসি পাওয়ার অপেক্ষা। তাহলেই লাল-হলুদে নিশ্চিত তিনি। অন্যথায়, সেই সিটি গ্রুপের আওতায় থাকা জনপ্রিয় উরুগুয়ান ক্লাব “মন্টিভিডিও সিটি এফসির” কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন লোবেরা। শেষ পর্যন্ত কি হয় তার উত্তর দেবে সময়।