টেলি ধারাবাহিকের এক অতি জনপ্রিয় মুখ ‘পায়েল দে’ (Actor Payel De)। ‘দুর্গা’ নামক ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শক মনে গেঁথে রয়েছে। এছাড়াও ‘বেহুলা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
‘তবু মনে রেখো’, ‘সোনা রোদের গান’, ‘বধূ কোন আলো লাগলো চোখে’ এরকম একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। এর পাশাপাশি নাম লিখিয়েছেন ওয়েব সিরিজের পাতাতেও। আগামী দিনে অভিনেত্রীকে দেখা যাবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে, ‘ইন্দু টু’ নামক ওয়েব সিরিজে।
এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী সমানভাবে জনপ্রিয়। একাধিক পোস্টের মাধ্যমে দর্শকদের কাছাকাছি থাকার চেষ্টা করেন তিনি। ঠিক সেরকম ভাবেই নতুন বছরকে আগমন জানাতে, সকলকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পায়েল। নতুন বছর পড়তে না পড়তেই সকালবেলা লাল পাড় সাদা শাড়ি পরে, ইনস্টাগ্রামের পাতায় ছবি পোস্ট করেছেন আর ক্যাপশন দিয়েছেন “নতুন বছর নতুন দিন সবার জীবনটা হোক রঙিন।
View this post on Instagram
পুরনোকে ভুলে যাও আসবে নতুন কিছু আরো, পুরনো কে ভেবে মন খারাপ হয় না যেন কারো। শুধু ভালোবাসাগুলো থেকে যাক সব হৃদয়ে, যেমনি ছিল যার। সকলকে জানাই নববর্ষের অনেক ভালোবাসা”। স্বাভাবিকভাবে অনুরাগীরাও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে কমেন্ট বক্সে। ইতিমধ্যেই ৫০০-র কাছাকাছি মানুষ তার পোস্টটি পছন্দ করেছে।