আইএসএলে খুব একটা খেলতে পারেননি সবুজ-মেরুন (Mohun Bagan Club) তারকা লিস্টন কোলাসো (Liston Colaco)। একাধিকবার গোলের সহজ সুযোগ পেয়ে ও প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পারেননি এই গোয়ান ফুটবলার। যা দেখে রীতিমতো হতাশ ছিল সকলেই। তবে সুপার কাপ এই তারকার ফর্ম ফেরাতে মরিয়া ছিল বাগান শিবির। তাই সব দিক মাথায় রেখেই চলতি মাসের শুরু থেকেই দলের অনুশীলনে লিস্টনের দিকেই সব থেকে বেশি নজর দেন ফেরেন্দো। দুই উইং কে অধিক সক্রিয় করার পাশাপাশি লিস্টন ও মনবীর কে বাড়তি স্পেস দেন বাগান কোচ।
কোচের এই পরিকল্পনা থেকেই আসে সাফল্য। সুপার কাপের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালার বিপক্ষে ২ টি গোল করে বসেন সবুজ-মেরুনের ভরসাযোগ্য ফুটবলার লিস্টন কোলাসো। বলা বাহুল্য, তার করা দুটি গোলেই ম্যাচের চালকের আসনে বসে যায় এটিকে মোহনবাগান। তারপর ম্যাচের তৃতীয় গোল করেন হুগো বুমোস। পরবর্তীতে ৫-১ গোলে ম্যাচ জেতে পালতোলা নৌকা ব্রিগেড।
এই প্রসঙ্গে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লিস্টন বলেন, বহুদিন পর জোড়া গোল করেছি। নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এখন এই ফর্ম ধরে রাখাটাই প্রধান চ্যালেঞ্জ। এবারের আইএসএলে কোনো কারন বসত সফল হতে পারিনি। অনেক সহজ সুযোগ পেয়েছিলাম। তবে প্রতিপক্ষের গোলরক্ষক তা বাঁচিয়ে দিয়েছিল। তবে ইশ্বরের প্রতি বিশ্বাস ছিল। আজ না হোক কাল ঠিক পারব। গোকুলাম ম্যাচে তা করে দেখাতে পেরেছি। খূব ভালো লাগছে। পাশাপাশি আমাদের গোটা দল ও যথেষ্ট ভালো খেলেছে।
এবার আগামী ১৪ তারিখ জামশেদপুর এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা ভালো ভাবেই আন্দাজ করতে পারছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো সহ সকলে। তাই এই প্রসঙ্গে গত ম্যাচের নায়ক লিস্টন বলেন, ওরা ও যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। প্রথম ম্যাচে ওরা ও গোয়াকে ৫টি গোল দিয়েছে। তবে সব ম্যাচ জেতার পরিকল্পনা নিয়েই আমরা খেলতে এসেছি। এই ভাবনা নিয়েই আমাদের মাঠে নামতে হবে। তাহলেই জামশেদপুরের মতো দলকে হারানো সম্ভব হবে। তবে গত গোকুলাম ম্যাচের থেকে এই ম্যাচ যথেষ্ট কঠিন হবে। তাই প্রথম ম্যাচের থেকে আরো অনেক ভালো পারফরম্যান্স করতে হবে। সেই নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমাদের দলের খেলোয়াড়রা।