Mohan Bhagwat: আগামী ২০ থেকে ৩০ বছরে আমরা ‘বিশ্বগুরু’ হব- ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেছেন, ভারতকে ‘বিশ্বগুরু’ হওয়ার পথে এগোনো থেকে ঠেকাতে তাকে নিয়ে ভুল ধারণা ও বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে। কিন্তু আগামী দুই থেকে তিন দশকের মধ্যে ভারত হবে ‘বিশ্বগুরু’।

Mohan Bhagwat

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেছেন, ভারতকে ‘বিশ্বগুরু’ হওয়ার পথে এগোনো থেকে ঠেকাতে তাকে নিয়ে ভুল ধারণা ও বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে। কিন্তু আগামী দুই থেকে তিন দশকের মধ্যে ভারত হবে ‘বিশ্বগুরু’।

রবিবার এখানে একটি অনুষ্ঠানে সংঘ প্রধান বলেছন, ভারত সম্পর্কে কিছু ভুল ধারণা ১৯৫৭ (স্বাধীনতার প্রথম যুদ্ধ) থেকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু স্বামী বিবেকানন্দই তাদের উপযুক্ত জবাব দিয়েছিলেন যারা আমাদেরকে অবজ্ঞা করে। তিনি বলেন, বিশ্বের কেউ যুক্তির ভিত্তিতে আমাদের সাথে তর্ক করতে পারে না বলে আমাদের অগ্রগতি ধীর করার জন্য এই ভুল ধারণাগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

   

সঙ্ঘ প্রধান বলেন, আগামী ২০-৩০ বছরে আমরা বিশ্বগুরু হব। তবে আমাদের প্রজন্মকে প্রস্তুত করতে হবে এবং দেশ সম্পর্কে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বিকৃত তথ্য মোকাবেলায় বিশ্বের ভাল মানুষকে আকৃষ্ট করতে হবে।