West Bengal Violence: পশ্চিমবঙ্গের রাম নবমীর মিছিলে হাওড়া ও রিষড়ায় হিংসার ঘটনা ঘটে। হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ফ্যাক্ট-ফাইন্ডিং দল, যারা হিংসার তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে, তারা আবার সমস্যার সম্মুখীন হয়েছে। রিষড়ার পর রবিবার প্রতিনিধি দলকে হাওড়া যেতে বাধা দেন পুলিশ আধিকারিকরা। পুলিশ কর্মকর্তারা বলছেন, এলাকায় ১৪৪ ধারা প্রযোজ্য। এ কারণে তারা এলাকায় যেতে পারছেন না। রবিবার এই দলের মূল উদ্দেশ্য ছিল হাওড়ার ঘটনাস্থলে গিয়ে সেখানে বসবাসরত আহতদের পরিবারের সঙ্গে কথা বলা।
হাওড়া পুলিশ ফ্যাক্ট ফাইন্ডিং দলকে সেখানে যেতে বাধা দেয়। পুলিশ জানায়, ১৪৪ ধারা জারির কারণে ছয় সদস্যের প্রতিনিধি দল কোনোভাবেই ওই এলাকায় যেতে পারবে না। ঘটনাস্থল পরিদর্শনে ইচ্ছুক প্রতিনিধি দল বারবার পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পুলিশ কর্মকর্তারা সিদ্ধান্তে অনড় থাকেন। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে।
ফ্যাক্ট ফাইন্ডিং টিমের একজন সদস্য বলেন, পুলিশ গতকাল আমাদের চিঠি দিয়েছে। বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। এলাকায় ১৪৪ ধারা প্রযোজ্য। আমরা উত্তর দিয়েছিলাম যে আমরা ওই এলাকায় কোনো অপরাধ তদন্ত করতে যাচ্ছি না। শুধু এলাকা পরিদর্শন এবং আহতদের সঙ্গে কথা বলে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছেন। এতে ক্ষতিগ্রস্ত মানুষের আস্থাও ফিরে আসবে এবং তারা বুঝতে পারবেন পুরো ঘটনার সঠিক মূল্যায়ন হবে। এর আগে রিষড়া যাওয়ার পথে একটি গ্রামের সামনে পুলিশ আমাদের গাড়ি থামিয়েছিল, কিন্তু আমরা পায়ে হেঁটে যেতে চেয়েছিলাম, কারণ বাংলার কোথাও কারফিউ নেই। আজ দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি থামিয়ে সাধারণ মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। বাংলার সরকার কি নিজের জনগণের জন্য কিছু ভাবে না? আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পুলিশ বাধা দিচ্ছে।
Howrah, West Bengal | A six-member fact-finding team led by former Patna High Court Chief Justice Narasimha Reddy was stopped by the police from visiting the violence-hit Hooghly district.
They (police) are saying that CrPC section 144 has been imposed but nothing is here. They… pic.twitter.com/x91fECGkd4
— ANI (@ANI) April 9, 2023
প্রসঙ্গত, ‘মানবাধিকার লঙ্ঘনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির’ সদস্যরা হাওড়া-রিষড়া হিংসার তদন্ত করতে দিল্লি থেকে বাংলায় এসেছেন। তবে রিষড়ার প্রবেশকে কেন্দ্র করে আজ শ্রীরামপুরে তাদের পথ আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, ১৪৪ ধারা কার্যকর হওয়ায় কোনো প্রতিনিধি দলকে যেতে দেওয়া হচ্ছে না। প্রতিনিধি দলটি রবিবার হাওড়া যেতে চাইলেও পুলিশ বাধা দেয়। শনিবার এসএসকেএম হাসপাতালে যায় প্রতিনিধি দল। সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেন।