মঞ্চ থেকে প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত বললেন, আপনারা কাছে বেছে নেবেন অধীর চৌধুরী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে? পুরুলিয়ায় (Purulia) বিক্ষোভরত কুড়মিদের (Kurmi Protest) জনজোয়ার থেকে প্রত্যুত্তর এলো ‘অধীর চৌধুরী জিন্দাবাদ। কংগ্রেস জিন্দাবাদ।’ এত বিপুল সংখ্যক মানুষের মাঝে নিজের নামে জয়ধ্বনি শুনে আপ্লুত হয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী নেতা (Adhir Chowdhury) অধীর চৌধুরী।
তফশিলি তালিকাভুক্ত সহ আরও একাধিক দাবিতে কুড়মি সম্প্রদায়ের বিরাট জমায়েত ও অবস্থান বিক্ষোভ শনিবার রাতে আরও বাড়ল। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জুড়ে চলছে বিরাট কুড়মি বিক্ষোভ।
টানা চার দিন ধরে চলা এই বিক্ষোভের জেরে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল অন্তর্গত জেলাগুলি থেকে হাওড়া ও কলকাতা পর্যন্ত রেল ও সড়ক পথ বিচ্ছিন্ন। দক্ষিণ পূর্ব রেলের শতাধিক ট্রেন বাতিল। জাতীয় সড়ক বিচ্ছিন্ন। লক্ষাধিক যাত্রী বিপাকে পড়েছেন। কুড়মি বিক্ষোভ চলছে পুরুলিয়ার কুস্তাউর স্টেশন ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে।
দুই জেলার এই দুই স্টেশন অবরুদ্ধ থাকায় মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাডু, তেলেঙ্গানা, ওড়িশা এবং ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢোকা রেল পথ পুরোপুরি বিচ্ছিন্ন। এর পাশাপাশি রাঁচি থেকে পশ্চিমবঙ্গে আসা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। বিক্ষোভে বিচ্ছিন্ন জঙ্গলমহল। কুড়মি সমাজের দাবি, অবিলম্বে তাদের তফশিলি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
কুড়মি সমাজ নেতা অজিত মাহাত জানান, জেলা প্রশাসনের তরফে বারবার বৈঠক করে বলা হয় আগে অবরোধ সরিয়ে নিন পরে সব দাবি নিয়ে মু়খ্যসচিব বিশেষ আলোচনা করবেন। আমরা বলেছি চার জেলার নেতাদের সাথে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাব। আন্দোলন অব্যাহত আছে।