রক্তরাঙা আলো…বৃহত্তম পদ্মরাগমণি কিনবে কে?

ঝলকে উঠছে লাল রঙ। যে দেখছে তারই চোখ কপালে। বিশেষত রত্ন বিশেষজ্ঞ বা রত্ন শৌখিনরা যেন পাগল হয়ে গেছেন। সবার প্রতীক্ষা কখন দাম হাঁকা শুরু…

রক্তরাঙা আলো...বৃহত্তম পদ্মরাগমণি কিনবে কে?

ঝলকে উঠছে লাল রঙ। যে দেখছে তারই চোখ কপালে। বিশেষত রত্ন বিশেষজ্ঞ বা রত্ন শৌখিনরা যেন পাগল হয়ে গেছেন। সবার প্রতীক্ষা কখন দাম হাঁকা শুরু হবে। বিশ্বের বৃহত্তম পদ্মরাগমণি কিনবে কে? বিশ্ব জুড়ে ঘুরছে প্রশ্ন।

নিলাম হবে বিশ্বের সবচেয়ে বড় পদ্মরাগমণি বা রুবি পাথরোর। আগামী ৮ জুন নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস অকশনে উঠতে যাচ্ছে এই রত্ন।৫৫.২২ ক্যারেট ওজনের এই পদ্মরাগমণির নাম ইসত্রেলা ডি ফিউরা। নিলাম সংস্খা সোথবিস এই পাথরের দাম নির্ধারণ করেছে ৩ কোটি মার্কিন ডলার। এর চেয়ে বেশি দামে বিক্রি হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পদ্মরাগমণি।

   

বিবিসি জানাচ্ছে, কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস এই পদ্মরাগমণি আবিষ্কার করেছিল মোজাম্বিকের একটি খনিতে। ইসত্রেলা ডি ফিউরা নাম রাখা হয়। খনি থেকে এই পদ্মরাগমণি উত্তোলন করার সময় ওজন ছিল ১০১ ক্যারেট। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারেট রূপ দেওয়া হয়েছে। 

Advertisements