কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এমন দাবিতে ফের রেল ও সড়কে বিক্ষোভ অবরোধ। এর জেরে জঙ্গলমহলের জেলাগুলির সাথে হওড়া ও কলকাতার ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ। পুরুলিয়া, আদ্রা, ঝাড়গ্রাম খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়ার বাসিন্দারা চরম বিপাকে।
কুড়মি অবরোধে বাতিল ট্রেন
- টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস
- হাওড়া-বরবিল জনশতাব্দী
- হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস
- হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
- হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস
বুধবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে চলছে কুড়মি বিক্ষোভ। অনির্দিষ্টকাল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। জাতীয় সড়ক বন্ধ।
পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে মোতায়েন বিশাল পুলিশ ও রেল পুলিশ। পুরুলিয়া-আদ্রা শাখায় রেল চলাচল বন্ধ। ৪৯টি ট্রেন বাতিল।