বাংলা চলচ্চিত্রের তাবড় অভিনেতাদের মধ্যে অন্যতম ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। বরাবরই তিনি তাঁর অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন সকলকে। বর্তমান যুগের পরিণীতা হোক কিংবা নগর কীর্তন তাঁর অভিনয় সকলকে অবাক করেছে বারবার। প্রথম থেকেই তিনি অন্য ধারার অভিনয় করতে পছন্দ করেন।
ঠিক সেই কারণে বাঙালির মনে তাঁর ছাপ থেকে গিয়েছে। তাঁর যে শুধু মহিলা ভক্ত আছে তা কিন্তু একেবারেই নয়, বরং তাঁর অভিনয়ের ভক্ত সকলে। আট থেকে আশি তাঁর অভিনয় সকলকে ছুঁয়ে যায়। নিজের অভিনয় নিয়ে বরাবরই একটু খুঁতখুঁতে অভিনেতা, আর ঠিক সেই কারণেই আমাদের উপহার দিয়েছেন একের পর এক নজিরবিহীন অভিনয়। তবে অভিনয় জগতে সক্রিয় হলেও বরাবরই তিনি থাকেন লাইম লাইটে পেছনে, তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যায় না।
কিন্তু তা বলে যে ভক্তদের সাথে একেবারেই বিচ্ছিন্ন অভিনেতা সেটা কিন্তু নয়। ঠিক সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁর অস্তিত্ব প্রমাণ হয়েছে বারবার। তিনি তাঁর ভক্তদের নিরাশ করেননি কোনোদিনই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই ব্যস্ত বিভিন্ন ধরনের পোস্ট করতে। সেই ট্রেন্ডে অবশ্য মাঝে মধ্যেই গা ভাসান অভিনেতা।
সম্প্রতি ঠিক সেই রকমই এক ছবি প্রকাশ্যে এসেছে।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভক্তদের সাথে শেয়ার করেছেন এক ছবি। সেখানে দেখা যাচ্ছে তাঁর মাথায় একটিও চুল নেই, অর্থাৎ মাথা ন্যাড়া করেছেন অভিনেতা। আর মুখে সেই অমলিন হাসি, যা দেখে আবারও মুগ্ধ গোটা বাঙালি সমাজ।
View this post on Instagram