আগুনের লেলিহান শিখার মাঝে আওয়াজ ‘পানি কই পানি কই’। রমজানের সময়ে গলা শুকিয়ে কাঠ সবার। ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকায়। বাংলাদেশের (Bangladesh) রাজধানী শহর জুড়ে আতঙ্ক।
ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজিত জনতা। ফায়ার সার্ভিসের ভবনে ইটপাটকেল ছুঁড়ে হামলা চলছে। কয়েকজন আহত। বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের ভবনেই এই হামলার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, কিছু উচ্ছৃঙ্খল মানুষ এসে হামলা করেছে। তারা ইটপাটকেল ছুড়েছে এবং ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছে।
বঙ্গবাজারের আগুন নিয়েছে ভয়াবহ রূপ। আগুন ছড়াচিছে দ্রুত। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে জল ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।
ব্যবসায়ীরা দোকানের সামগ্রী সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে আগুনের ধোঁয়ায় বেশ সমস্যায় পড়তে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।