চলতি ফুটবল মরশুমে শুরু থেকেই দারুন পারফরম্যান্স করে এসেছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। এবারের আইএসএলের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করে এসেছে স্টুয়ার্ট ব্রিগেড। লিগের প্রথম লেগ থেকে একেবারে শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে ঘোরাফেরা করলেও শেষ রক্ষা হয়নি।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে সাডেন ডেথ এ লাচেনপা কে পরাস্ত করে ফাইনালে উঠে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। তবে আর যাইহোক লিগশিল্ড জিতেছে মুম্বাই। তবে পিছিয়ে নেই ছোটরাও এবার অনূর্ধ্ব ১৪ মিনা কাপে স্পেনের বার্সেলোনার মতো দলকে ১-০ গোলে পরাস্ত করল মুম্বাই সিটি এফসি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যারফলে ভারতের প্রথম দল হিসেবে বার্সেলোনাকে পরাজিত করলে তারা। ম্যাচের ১২ মিনিটের মাথায় নীল খানদেপার্কারের করা একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় মুম্বাই ব্রিগেড।
A spirited display from #TheIslanders’ U14s gets them the win against Barca Academy in the #MINACup23 🤩
The boys will now fight for the 5️⃣th spot against Yokohama FC! 🙌#MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/dUOKV03SDQ
— Mumbai City FC (@MumbaiCityFC) April 3, 2023
বলাবাহুল্য, বিশ্ব ফুটবলের আঙিনায় যথেষ্ট জনপ্রিয় দুবাইয়ের এই ফুটবল টুর্নামেন্ট। এবার কোচ সমীর কাপুরের নেতৃত্বে সেই টুর্নামেন্ট খেলতে গিয়েছিল মুম্বাই সিটি এফসির জুনিয়র ফুটবলাররা। সেখান থেকেই এল জয়। এরফলে, এবারের এই কাপ টুর্নামেন্টে প্রথম পাঁচে থাকার সুযোগ থাকছে মুম্বাই ব্রিগেডের। তবে এক্ষেত্রে তাদের পরাজিত করতে হবে জাপানের বিখ্যাত ফুটবল দল ইয়োকাহামা এফসি কে। তাহলে তৈরি হবে আরো এক রেকর্ড। যা দেখার অপেক্ষায় গোটা দেশ।
গত ১লা এপ্রিল এওয়াইএসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারতের এই জনপ্রিয় ফুটবল দল। সেখান থেকে জয় পাওয়ার পর সিটি ফুটবল স্কুল ও দুবাই সিটি এফসির মুখোমুখি হতে হয় ফুটবলারদের। তারপর আজ বার্সেলোনা বধ। শেষ পর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর সকলের। অন্যদিকে লাল-হলুদের প্রাক্তন ব্রিটিশ কোচ রবি ফাউলারের অ্যাকাডেমি ও রয়েছে দূরন্ত ফর্মে। ইস্টবেঙ্গলের হয়ে তেমন একটা সফল না হলেও বর্তমানে সকলের নজর কাড়ছেন তিনি।