এবারের আইএসএলে ও ধরাশায়ী হয়েছে লাল-হলুদ (East Bengal) শিবির। প্রথম দিকে সব ঠিক থাকলেও ম্যাচ এগোতেই মুখ থুবড়ে পড়তে থাকে ইস্টবেঙ্গল। যারফলে এবার ও লিগ টেবিলের তলানিতে থেকে নিজেদের অভিযান শেষ করতে হয়েছে তাদের। যা দেখে হতাশ আপামর লাল-হলুদ সমর্থকবৃন্দ।
তবে কয়েকদিন আগে থেকেই ক্লাবে সলমন খানের আসার খবর পেয়ে কিছুটা হলেও খুশি সকলে। আইএসএলের ব্যর্থতা ভুলে গিয়ে এবার আনন্দের তোরজোড় শুরু ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। আগামী ১৩ মে লাল-হলুদে পা রাখবেন জনপ্রিয় বলিউড তারকা সলমন খান। ওরফে রূপোলী পর্দার ভাইজান। সেইমতো এখন থেকেই শুরু হয়েছে সলমন খান নাইটের প্রস্ততি। আজ ক্লাবের মাঠে রেইকি করতে আসে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরা। হয়ত কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সমস্ত কাজকর্ম।
উল্লেখ্য, আগে ও কলকাতা ময়দানে পা রেখেছিলেন বলিউডের ভাইজান। সেবার মহামেডান স্পোর্টিং ক্লাব টেন্টে আসলেও ইস্টবেঙ্গল ক্লাবে আসার সুযোগ হয়নি। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ মে লাল-হলুদ তাঁবুতে আসতে চলেছেন এই বলি তারকা। তবে তিনি একানন সলমন খানের পাশাপাশি ক্লাবে থাকবেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে ও প্রভু দেওয়ার মতো জনপ্রিয় অভিনেতারা।
পূর্বে ও ইস্টবেঙ্গল ক্লাবের জন্মবার্ষিকী তে দেখা গিয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহার মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের। সেবার ও প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এবার ভাইজান আসলে তা যে আরো অনেকটাই বাড়বে, তা বলাই যায়।