সামনেই বৈশাখ মাস, বাংলার নতুন বছর। আর বৈশাখ মানেই বাঙালির মনে একটা অন্য রকম আনন্দ কারণ নতুন বছরের শুরুতে নতুন জামা কাপড় পরার মজা আলাদায়। তবে এই ভালোলাগার মধ্যে রয়েছে বিপদের সুর। কারণ বৈশাখ মাসেই রাজ্যের ওপর দিয়ে প্রায় প্রতিদিনই বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে লন্ড ভন্ড হয়ে যায় সবকিছুই। সেই সাথে অবশ্য রয়েছে আরও একটি জিনিষ তা হলো বিদ্যুতের ঝলকানি। হ্যাঁ, এই বাজের ফলেই একাধিক ক্ষয়ক্ষতি হয় বাড়িতে। যার মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক সামগ্রীর ক্ষতি।
আমরা প্রায়ই শুনি বাড়িতে টিভি, ফ্যান থেকে শুরু করে লাইট এমনকি দামী ফ্রিজ কিংবা এসি সব কিছুই নষ্ট হয়ে যায়। কারণ বজ্রবিদ্যুতের ভোল্টেজ মানব নির্মিত বিদ্যুতের থেকে অনেকটাই বেশি। বাড়ির বৈদ্যুতিক সামগ্রী সাধারণত ২০০ থেকে ২৫০ ভোল্টের মধ্যে চলতে সক্ষম। কিন্তু তার বেশি বিদ্যুৎ পেলেই সর্টসার্কিট হয়। কিন্তু টিভি ফ্রিজ কিংবা এসির মতো দামী সামগ্রীর প্লাগ আমরা সকলেই খুলে রাখি ফলে তাদের ওপর দিয়ে বিপদ পেরিয়ে গেলেও বাড়ির ফ্যান লাইটের ক্ষতি হয়।
কিন্তু বারবার এই রকম হলে কতবার ফ্যান সারাবেন? লাইট বদল করবেন কতবার? চিন্তার কোনো কারণ নেই, এর ওষুধ লুকিয়ে রয়েছে বাড়িতেই। আপনার বাড়িতে যদি বারবার একই সমস্যা হয়, তাহলে প্রথমেই ইলেকট্রিক মিস্ত্রি ডেকে বাড়ির আর্থিক দেখে নিন ভালোভাবে। কারণ বিদ্যুৎ সব সময় মাটির সংযোগ খোঁজে, তাই বাড়িতে আর্থ ঠিক ভাবে কাজ না করলে এই সমস্যা ঘটতেই পারে। তাই আর্থিক যদি অনেক পুরনো হয়ে গিয়ে থাকে তাহলে নতুন করে করে নিন আর্থিং। তাছাড়া বিদ্যুতের ঝলকানির সময় বাড়িয়ে মেন সুইচ বন্ধ করে রাখতে পারেন, যাতে কোনো রকম সমস্যা না হয়।