Coal Scam: মন্ত্রী মলয় ঘটককে ইডি ডাকতেই আসানসোলে তৃণমূল নেতারা উদ্বিগ্ন

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ফের তলব করা হল মন্ত্রী মলয় ঘটককে। দিল্লিতে হাজিরার নির্দেশ দিল ইডি। জানা যাচ্ছে আসানসোল পুর নিগমের কয়েকজন কাউন্সিলরকেও তলব করতে পারে ইডি

Malay Ghatak

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ফের তলব করা হল মন্ত্রী মলয় ঘটককে। দিল্লিতে হাজিরার নির্দেশ দিল ইডি। জানা যাচ্ছে আসানসোল পুর নিগমের কয়েকজন কাউন্সিলরকেও তলব করতে পারে ইডি। সবমিলে পশ্চিম বর্ধমানের আসানসোলে তৃণমূল কংগ্রেস নেতারা উদ্বিগ্ন। গ্রেফতার করা হবে মলয় ঘটককে উঠছে প্রশ্ন। একই মামলায় পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতকে আগামী ২৪ মার্চ তলব করেছে ইডি।

কয়লা পাচার কাণ্ডে আগে একাধিকবার মলয় ঘটক ইডি তলব এড়িয়েছেন। এই মামলার তদন্তে আসানসোল ও কলকাতায় তাঁর বাড়িতে তল্লাশি করেছে সিবিআই। টানা জেরা করা হয়েছিল মন্ত্রীকে। এবার আগামী ২৩ মার্চ দিল্লিতে ইডি সদর দফতরে মলয় ঘটককে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। মন্ত্রী বলছেন তিনি কোনও চিঠিও পাননি।

কয়লা পাচারকাণ্ডের তদন্তে কয়েকজন ইসিএল কর্তাকে গ্রেফতারের আইনমন্ত্রী মলয় ঘটক বারবার চর্চিত হন। তিনি কেন বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন উঠছে প্রশ্ন।