শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে তালিকায় ছিল শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল। প্রায় ৩৭ ঘন্টা ধরে তল্লাশি অভিযানের পর অয়নকে গ্রেফতার করে ইডি। নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একাধিক বিস্ফোরক তথ্য অয়নের কাছ থেকে ইডি পেলেও তাঁর ফোন থেকে পাওয়া তথ্য ভাবিয়ে তুলছে তদন্তকারী সংস্থাকে।
ইডি সূত্রে খবর, শুক্রবার অয়ন শীলের ফোনে একজন অজ্ঞাত পরিচয়ের মহিলাকে মেসেজ করতে দেখা গেছে। যেখানে তিনি অয়ন শীলকে জানাচ্ছেন, পালিয়ে যাও, জিনিসপত্র সরিয়ে দাও। ইডি আসতে পারে৷ তাহলে ইডির অভিযান নিয়ে আগেই সতর্ক বার্তা দিল কে? কে জানত? এই প্রশ্ন ক্রমাগত ঘোরাফেরা করতে শুরু করেছে। তাহলে কী ইডির কাছ থেকেই খবর বেরিয়ে এসেছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷
গতকাল অয়ন শীলকে গ্রেফতারের আগেই তাঁর কাছ থেকে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য পেয়েছে ইডি। তা দুর্নীতির কুবের বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, পুরসভাতেও নিয়োগ নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারী সংস্থার হাতে। সেইসঙ্গে এক রহস্যময়ী মহিলার যোগ খুঁজে পেয়েছে ইডি৷ তাঁকে ২৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন অয়ন। কে এই ব্যক্তি? খোঁজ শুরু করেছে তদন্তকারী সংস্থা।
নিয়োগ দুর্নীতিতে আজ থেকে অয়নকে জেরা করবে ইডি। সেখান থেকেই একাধিক প্রভাবশালী ব্যক্তিদের যোগ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে আরও এক রহস্যময়ী নারীকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে ক্রমাগত।