হিন্দি বিনোদনের জগতে কপিল শর্মা শো (Kapil Sharma Shows) এক অন্যতম নাম। বাড়ির ছোট থেকে বড় সকলেই দেখতে ভালোবাসেন এই মজার রিয়্যালিটি শো। তার কারণ হিসাবে অবশ্যয় প্রথমে বলতে হয় কপিলের নাম। বিশেষ করে তার মজার সমস্ত কর্মকাণ্ড। আর এই সমস্ত দেখতেই মুখিয়ে থাকেন সকলে। তবে অনেকেই ভাবেন শোয়ে উপস্থিত অভিনেত্রীদের সাথে একটু বেশিই মাখোমাখো হয়ে ওঠেন তিনি।
আর তা নিয়ে অনেকেরই রয়েছে অভিযোগ। শুধু নেটিজেনদের মধ্যে নয় অভিযোগ অভিনেত্রীদেরও। কিন্তু জানেন কি মজার এই ব্যক্তিত্ব নিজের বউকে ভয় পান বেশ ভালই। ঠিক সেই কারণে অনুষ্ঠানের স্ক্রিপ্ট তাঁর স্ত্রীকে পাঠানোর অনুরোধ করেছিলেন চ্যানেলকে। হ্যাঁ, তিনি নিজেই এই কথা স্বীকার করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কপিল।
আর সেখানে উপস্থাপক তাঁকে বলেন “আপনি তো সবার সাথে ফ্লার্ট করেন”। আর এর উত্তরেই কপিল বলেন “সমস্ত কিছুই স্ক্রিপ্টটেড। বিয়ের প্রথম দিকে আমি এই সব বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু চ্যানেল আমাকে জোর করেছে। তাই আর না করতে পারিনি”। আর সেই স্ক্রিপ্টের কপিই তাঁর স্ত্রীকে পাঠানোর জন্য বলেছিলেন কপিল।