হাড্ডাহাড্ডি লড়াই শেষে এবারের আইএসএলের (ISL) ফাইনালে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। তবে লড়াইটা মোটে ও সহজ ছিল না। আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে মুম্বাই কে ঘরের মাঠে পরাজিত করেছিল সুনীল ব্রিগেড। তবে দ্বিতীয় লেগে কান্তিরাভায় নির্ধারিত সময়ে বেঙ্গালুরু কে আটকে দিয়েছিল স্টুয়ার্ডের মুম্বাই সিটি।
শেষ পর্যন্ত সাডেন ডেথে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু এফসি। অপরদিকে সেমির প্রথম ম্যাচের পাশাপাশি দ্বিতীয় লেগের ম্যাচে ও গোলশূন্য থাকে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদের খেলা। যারফলে সেই ম্যাচ ও চলে যায় ট্রাইবেকারে। সেখানেই গতবারের চ্যাম্পিয়নদের পরাজিত করে সবুজ-মেরুন শিবির। এবার আগামী শনিবার গোয়ায় আইএসএল ফাইনাল খেলবে দুটি দল। যেদিকে তাকিয়ে এখন সকলে। তবে জিতলে পরে কত কোটি টাকা পুরস্কার পাবে জয়ী দল?
তথ্য বলছে, আইএসএলের প্রথম বছর থেকে এখনো অব্দি প্রাইজমানি বাড়ানোর কথা ঘোষণা করেনি এফএসডিএল। যারফলে, সব ঠিক থাকলে প্রায় ৮ কোটি টাকা পুরস্কার হিসেবে পাবে বিজয়ী দল। পাশাপাশি রানার্স দল পেতে পারে প্রায় ৪ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়, বিরাট অঙ্কের টাকা পেতে চলেছে আইএসএলের সেমিফাইনাল খেলা বাকি টিম গুলো। যারফলে, ১কোটি ৫০ লক্ষ্য টাকা করে পাবে চার সেমিফাইনাল খেলা দল এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি ও মুম্বাই সিটি এফসি।
এছাড়াও এবারের মরশুমে আইএসএল লিগ শিল্ড জিতেছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। যারফলে এই খেতাব জেতার সুবাদে আরো ৩ কোটি টাকা পাবে মুম্বাই। এছাড়াও রয়েছে অন্যান্য তাক লাগানো পুরস্কার। যদিও টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। তবে বাকি পুরস্কার গুলি ঠিক কাদের ভাগ্যে রয়েছে এখন সেটাই দেখার। বলাবাহুল্য, এবারের আইএসএল মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিল না সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর যারফলে লিগের একেবারে তলানিতে গিয়ে ঠেকতে হয়েছিল তাদের। এমনকি লাল-হলুদের কাছে পরাজিত ও হতে হয়েছে দুবার।
তবুও শেষ পর্যন্ত ঘুড়ে দাড়িয়েছে দল। শেষের দিকে সমস্ত ম্যাচ জিততে জিততে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছিল তারা। সেখানে ও মুম্বাই কে পরাজিত করে আরো একবার ইতিহাস গড়ার লক্ষ্যে সুনীল- প্রবীররা। আবার সেই একই স্বপ্ন দেখছেন সবুজ-মেরুন অধিনায়ক প্রীতম কোটাল।