একেবারে মধুর প্রতিশোধ। এবারের আইএসএলে (ISL) সাধারণ ম্যাচে সবুজ-মেরুনকে (ATK Mohun Bagan) পরাজিত করেছিল হায়দরাবাদ এফসি। আশি মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকলেও ওগবেচের দুরন্ত গোলে কার্যত পরাজয় স্বীকার করতে হয়েছিল বাগান শিবিরকে। এবার সেমিফাইনালে এসে সেই পরাজয়ের বদলা নিল প্রীতমরা। নির্ধারিত সময় পর্যন্ত ফলাফল গোলশূন্য থাকলেও ট্রাইবেকারে বাজিমাত করে ফাইনালে চলে গেল এটিকে মোহনবাগান। যা নিয়ে খুশি বাগান কোচ। তবে এখন থেকেই ট্রফি জয়ের হিসেব নিকেশ শুরু করে দিলেন হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সব সঠিক ভাবে সম্পন্ন হয়েছে বলে আমি খুশি। ৭৫ মিনিট থেকেই খেলোয়াড়রা ক্লান্ত হতে শুরু করেছিল। তবে ম্যাচ যদি ৯০ মিনিটের পরিবর্তে ১২০ মিনিটে গড়ায় তাহলে খেলোয়াড়দের সেইভাবে তৈরি থাকতে হয়। কারন চোটের সমস্যা দেখা দিলেই আগামী পর্বের আগে মুখ থুবড়ে পরতে পারে যেকোনো দল।
এই পরিস্থিতির মোকাবিলা করা যথেষ্ট কঠিন। কিন্তু আমাদের দলের সকলের মানসিকতা একইরকম ছিল। মূলত জিতেই মাঠ ছাড়ার পরিকল্পনা ছিল সকল খেলোয়াড়দের। পাশাপাশি অতিরিক্ত সময়ের জন্য ও আমাদের বিশেষ পরিকল্পনা ছিল। তবে কাজটা যথেষ্ট কঠিন ছিল।
এবার কাপ জেতার লড়াই। আগামী শনিবার গোয়ার জহরলাল নেহেরু ফতোরদা স্টেডিয়ামে এই লক্ষ্যেই নামছে সবুজ-মেরুন। প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু এফসি। এই প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, ওরা যথেষ্ট ভালো দল। আমরা একবার ওদের হারিয়েছি। আর একবার ওদের কাছে পরাজিত হয়েছি। এবার ফাইনাল ম্যাচ, কেউ কাউকে একইঞ্চি জমি ও ছাড়বে না। তাই যথেষ্ট কঠিন ম্যাচ হতে চলেছে। ওদের দলে ও অনেক বড় বড় খেলোয়াড় রয়েছে। যারা এবছর দুরন্ত ফর্মে আছে। তবে আমাদের ছেলেরা ও যথেষ্ট ভালো খেলছে। সব ঠিক থাকলে এবছর ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে।