India vs Australia: ছোট্ট ভুলের জন্য রোহিতের ‘থাপ্পর’ খেতে হচ্ছিল ঈশান কিষাণকে

ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হচ্ছে আহমেদাবাদে। এই ম্যাচে বড় পরিবর্তন দেখতে পায়নি টিম ইন্ডিয়া।

rohit sharma almost slaps ishaan kishan

ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হচ্ছে আহমেদাবাদে। এই ম্যাচে বড় পরিবর্তন দেখতে পায়নি টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার (Team india) তরুণ ব্যাটসম্যান ইশান কিষাণকে (Ishan kishan) টেস্ট দলে সুযোগ দেওয়া হলেও এই সিরিজে বেঞ্চেই রয়ে গেছেন তিনি। আহমেদাবাদ টেস্ট চলাকালীন, ইশান কিশান ( Ishan kishan) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma) এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

Advertisements

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঈশান কিষাণ ডেবিউ করতে না পারলেও ওয়াটার বয় হিসেবে হাজির হন তিনি। এমনকি ভাইরাল ভিডিওতে ইশানকে খেলোয়াড়দের জন্য জল আনতে দেখা যায়। এর মধ্যে তারা ভুল করে ফেলে। রোহিত বোতলটা ঈশানকে দিতে হাত বাড়ায় আর ইশান দৌড়ে বোতলটা ধরার চেষ্টা করে। এদিকে বোতলটি মাটিতে পড়ে যায় এবং তরুণ ব্যাটাররা তা তুলতে আসে। এদিকে রোহিত শর্মা তাকে চড় মেরে ফেরত পাঠান। ভক্তরা এই মজার ভিডিওটি খুব পছন্দ করছেন।

   

https://twitter.com/javedan00643948/status/1633750633584152577?s=20

Advertisements

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসল রূপ দেখা গেল আহমেদাবাদে। টিম ইন্ডিয়াতে উসমান খাজা আধিপত্য বিস্তার করেন, প্রথম দিনে ১০৪ রান করে অপরাজিত ছিলেন ওপেনার। একই সঙ্গে ক্যামেরন গ্রিনও খেলেন ৪৯ রানের ইনিংস। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের ব্যাটে দেখা যায় ৩৮ ও ৩২ রানের ইনিংস। টিম ইন্ডিয়া প্রথম দিন পর্যন্ত 4 উইকেট পেয়েছিল, এখন রোহিত শর্মা অ্যান্ড কোং দ্বিতীয় দিনে ভাল প্রত্যাবর্তনের আশা করবে।